Amit Shah

শাহের রোড শো, প্রশাসনে আবেদন বিজেপি নেতৃত্বের

শাহের সফর সফল করতে জেলা বিজেপি-র তরফে ২০টি বিভাগ করা হয়েছে। এক এক জন এক এক রকমের দায়িত্ব সামলাবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

বোলপুর শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ০৩:৩৪
Share:

প্রস্তুতি বৈঠক। নিজস্ব চিত্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রস্তাবিত বীরভূম সফর ঘিরে এখন সাজো সাজো রব জেলা বিজেপি-তে। সফর ঘিরে প্রতিদিনই বৈঠকে বসেছেন জেলা নেতৃত্ব। বোলপুরে শাহের যে রোড-শো করার কথা, তার জন্য জেলা প্রশাসনের কাছে অনুমতিও চেয়েছেন বিজেপি নেতৃত্ব।

Advertisement

শাহের সফর সফল করতে জেলা বিজেপি-র তরফে ২০টি বিভাগ করা হয়েছে। এক এক জন এক এক রকমের দায়িত্ব সামলাবেন। সেই মতো প্রমুখ কমিটিগুলিকে নিয়ে মঙ্গলবার বোলপুরে দলীয় কার্যালয়ে বৈঠক হয়। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক অরবিন্দ মেনন, রাঢ়বঙ্গ জ়োনের দায়িত্বে থাকা রবীন্দ্র রাজু, জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। বৈঠক থেকে ২০টি বিভাগের কার্যকর্তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, ২০ ডিসেম্বর বোলপুরে এসে প্রথমেই বিশ্বভারতীতে যাওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। উপাচার্যের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। ঘণ্টা দুয়েক শাহের বিশ্বভারতীর জন্য সময় বরাদ্দ থাকছে বলে সূত্রের খবর। বৈঠক ছাড়াও রবীন্দ্রভবন এবং আশ্রম চত্বর ঘুরে দেখার সম্ভাবনা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। শেষে বোলপুরের কোথাও তাঁর মধ্যাহ্নভোজনের বন্দোবস্ত রাখা হচ্ছে। সেখান থেকে বোলপুর ডাকবাংলো মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত সংবর্ধনা জানাবেন দলীয় নেতা-কর্মীরা। ওই মাঠ থেকে শাহ রোড শো-এ যোগ দেবেন বলে বিজেপি সূত্রের খবর। ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত রোড শো করা হবে বলে এখনও পর্যন্ত স্থির করা হয়েছে। এ দিন বৈঠক শেষে জেলা সভাপতি বলেন, “অমিত শাহের সফর উপলক্ষে আমরা সব রকমের প্রস্তুতি নিচ্ছি। রোড শো-এর অনুমতির জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি। আশা রাখছি প্রশাসন সহযোগিতা করবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement