Champdani

দিদির অনুপ্রেরণা লালুপ্রসাদ, মমতার জেল থেকে জেতানোর দাবিকে কটাক্ষ দিলীপের

অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ফের ‘খোকাবাবু’ বলে আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। পাল্টা আক্রমণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূলও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ২২:০০
Share:

চাঁপদানির কর্মসূচিতে দিলীপ ঘোষ। —নিজস্ব চিত্র

বাঁকুড়ায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি জেল থেকেও সারা বাংলায় দলকে জেতাতে পারেন। তৃণমূল নেত্রীর সেই মন্তব্যকে কটাক্ষ করে রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ বললেন, ‘‘দিদির অনুপ্রেরণা লালুপ্রসাদ।’’ শুক্রবার চাঁপদানিতে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ফের ‘খোকাবাবু’ বলে আক্রমণ করেছেন তিনি। পাল্টা আক্রমণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূলও।

Advertisement

শুক্রবার অ্যাঙ্গাস পোস্ট অফিসের মাঠে বিজেপি-র যোগদান মেলা কর্মসূচিতে যোগ দেন দিলীপ। যদিও কোনও দলের উল্লেখযোগ্য তেমন কেউ এ দিন বিজেপি-তে যোগ দেননি। তবে বিজেপি-র দাবি, সিপিএম এবং তৃণমূল ছেড়ে প্রায় ১ হাজার জন তাঁদের দলে নাম লিখিয়েছেন। সেই কর্মসূচিতেই দিলীপ বলেন, ‘‘জেল থেকে ভোটে জিতে লালুপ্রসাদের মতো সরকার গড়তে চান দিদি।’’

সম্প্রতি ডায়মন্ড হারবারের একটি সভা থেকে দিলীপ ঘোষকে গুন্ডা বলে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জেরে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে আইনি নোটিস পাঠিয়েছেন দিলীপ। শুক্রবারের সভা থেকে অভিষেককে নিশানা করে দিলীপের বক্তব্য, ‘‘এক জন খোকাবাবু আছেন। তিনি বলছেন দীলিপ ঘোষ গুন্ডা। ভয় করছে দেখে? লোকের টাকা আত্মসাৎ করলে ভয় তো করবেই।’’

Advertisement

আরও পড়়ুন: থাকলে থাকুন, নইলে লুটেরাদের দলে যান, নাম না করে শুভেন্দুকে বার্তা মমতার

আরও পড়ুন: নেত্রী মমতা বললেন, ‘অনেকে আমার মৃত্যু চায়’, শুনেই বৈঠকে কান্না বক্সির

পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূলও। চাঁপদানির পুর প্রশাসক সুরেশ মিশ্র বলেন, ‘‘লোক দেখানো যোগদান মেলা। চাঁপদানির একটা লোকও যোগ দেয়নি। যে কয়েক জন যোগদান করছেন, তাঁরা আগে থেকেই বিজেপি করতেন।’’ তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদবের পাল্টা খোঁচা, ‘‘উনি কখন কি বলছেন নিজেই জানেন না। কোনও কথা ভেবে বলেন না। আলটপকা যা খুশি বলে দিচ্ছেন। এ সবে মানুষ বিভ্রান্ত হবে না। মানুষ জানে বিজেপি কী। দেশটাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে বিজেপি, আর উনি এখানে বড় বড় কথা বলছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement