অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
উপ নির্বাচনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। কপ্টারের খরচ কোথা থেকে আসছে তা নিয়েও প্রশ্ন করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল অবশ্য চ্যালেঞ্জ ছুঁড়েই বলেছে, নির্দিষ্ট অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে যেতে পারে বিজেপি। আমরা সেখানেই জবাব দেব।
দলীয় কর্মসূচিতে জলপাইগুড়িতে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককেই নিশানা করেন বিজেপির রাজ্য সভাপতি। বুধবার তিনি বলেন, ‘‘কোথা থেকে হেলিকপ্টার চড়ার জন্য কোটি কোটি টাকা পাচ্ছেন অভিষেক। এত ব্যস্ততারই বা কারণ কি! তিনি তো তো মন্ত্রী নন। আমরা তো এত বড় দল করি, অথচ ট্রেনেই ঘুরছি।’’ সেই সূ্ত্রেই কপ্টারের খরচের উৎস জানতে চেয়ে সুকান্তের বক্তব্য, ‘‘রাজনৈতিক নেতাদের সব কিছুতেই স্বচ্ছতা থাকাটা খুব গুরুত্বপূর্ণ।’’
এই অভিযোগের জবাবে বিজেপির শীর্ষ নেতৃত্বকে পাল্টা বিঁধেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘‘গত বিধানসভা নির্বাচনে রাজ্যে ঠিক কত কপ্টার ও বিমান বিজেপি ব্যবহার করেছে তার একটা হিসেব দিতে পারবেন? বিজেপির পাড়ার নেতাদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তায় সরকারের কত টাকা খরচ হয়েছে, তার হিসেব দিতে পারেবন?’’ কুণালের চ্যালেঞ্জ, ‘‘কমিশন চাইলে এই প্রশ্নের জবাব দেব। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিজেপি নেতাদের এ সব কথার মূল্য নেই।’’