BJP

বিদ্যুতের দাম নিয়ে প্রতিবাদ বিজেপির

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি ঘোষণা করেছিলেন, সিইএসসি এলাকায় বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদ জানাতে কলকাতা পুরসভার বিজেপি পুর-প্রতিনিধিরা সিইএসসি-র সদর দফতরে যাবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৪ ০৯:১৭
Share:

সিইএসসি দফতরে বিজেপি প্রতিনিধিরা। —নিজস্ব চিত্র।

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে সিইএসসি দফতরে দাবিপত্র দিল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি ঘোষণা করেছিলেন, সিইএসসি এলাকায় বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদ জানাতে কলকাতা পুরসভার বিজেপি পুর-প্রতিনিধিরা সিইএসসি-র সদর দফতরে যাবেন। সেই মতো মঙ্গলবার বিজেপির একটি প্রতিনিধিদল সিইএসসি-র দফতর ভিক্টোরিয়া হাউজ়ে গিয়ে দাবিপত্র দেন। প্রতিনিধিদলে ছিলেন বিজেপির উত্তর ও দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ ও অনুপম ভট্টাচার্য, দলের তিন পুর-প্রতিনিধি মীনাদেবী পুরোহিত, বিজয় ওঝা ও সজল ঘোষ। সূত্রের খবর, আগামী ৯ জুলাই ভিক্টোরিয়া হাউজ় অভিযান করতে পারে বিজেপি। সেই অভিযানে নেতৃত্ব দিতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement