রাজ্যকে জবাব নড্ডার।
একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ে পথে নেমেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করছেন, রাজ্যের শ্রমিকদের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। এই পরিস্থিতিতে কলকাতায় এসে কেন কেন্দ্র টাকা দিচ্ছে না তার জবাব দিলেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। তাঁর দাবি, গত তিন বছর ধরে কেন্দ্রের এই প্রকল্পের হিসাব দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। তাই নিয়ম মেনেই টাকা দিতে পারছে না কেন্দ্রীয় সরকার।
সম্প্রতি মমতা অভিযোগ তুলে বলেন, ‘‘পাঁচ মাস এই টাকা বন্ধ রেখে নোংরা রাজনৈতিক খেলা খেলছে কেন্দ্রীয় সরকার। এটা আমাদের প্রাপ্য।’’ এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও পাঠিয়েছেন মমতা। এর পরেও টাকা না মেলায় দলকে আন্দোলনের নির্দেশ দিয়ে মমতা বলেন, ‘‘সংবিধানের নিয়ম আছে, একশো দিনের কাজ যাঁরা করবেন, তাঁরা ১৫ দিনের মধ্যে মজুরি পাবেন। এটা আমাদের প্রাপ্য। কিন্তু পাঁচ মাস ধরে গরিব মানুষ এই টাকা পাচ্ছেন না।’’
পাল্টা যুক্তি দিয়ে বুধবার রাজ্য বিজেপির কর্মসমিতির বৈঠকে নড্ডা বলেন, ‘‘তিন বছর ধরে কেন্দ্রকে এই প্রকল্পের হিসাব পাঠায়নি রাজ্য। মমতা দিদি কি হিসাব দিতে ভুলে গিয়েছেন?’’ নড্ডার সংযোজন, ‘‘যে কোনও প্রকল্পের টাকা পেতে গেলে সময়ে হিসাব দিতে হয়। কেন্দ্র যদি হিসাব না পেয়ে টাকা পাঠায় তবে সেটা ভুল হবে। সেই ভুল করবে না কেন্দ্রীয় সরকার।’’ মমতা যেমন কেন্দ্রের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ নিয়ে দলকে পথে নামতে বলেছেন তেমন নড্ডাও কারণ জানাতে মানুষের কাছে যাওয়ার নির্দেশ দেন বাংলার বিজেপি নেতাদের। দলের সাংসদ, বিধায়কদের উদ্দেশ্য করেও বলেন, ‘‘জনগণকে আপনারা বলুন যে, মোদীজি টাকা দিতে চাইছেন কিন্তু রাজ্য হিসাব পাঠাচ্ছে না।’’
এই প্রসঙ্গে রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করে মানুষকে বিভ্রান্ত করারও অভিযোগ তুলেছেন নড্ডা। বিষয়টাকে ‘হেরাফেরি’ বলে উল্লেখ করে তিনি বাংলার নেতাদের নির্দেশ দেন, প্রতিটি প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে বোঝাতে হবে। কোন প্রকল্পের নাম কী করা হয়েছে এবং তার পিছনে কী উদ্দেশ্য রয়েছে তা সাধারণের কাছে স্পষ্ট করতে হবে। টানা আন্দোলনের মধ্যে থাকলে বিজেপি যে বাংলা দখল করতে পারবে সেটা বুঝিয়ে নড্ডা বলেন, ‘‘খুব তাড়াতাড়ি গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে বাংলার ক্ষমতায় আসব আমরা।’’