উপড়ে ফেলেই ছাড়ব, কলকাতায় এসেই মমতাকে নিশানা নড্ডার

দলীয় কর্মীদের উদ্দেশে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করার ডাক দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ১৫:৩৩
Share:

কলকাতার কর্মিসভায় জেপি নড্ডা। নিজস্ব চিত্র।

বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারকে উৎখার করার ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা। দু’দিনের রাজ্য সফরে বুধবার দুপুরেই কলকাতায় আসেন নড্ডা। প্রথম কর্মসূচি ছিল কলকাতায় রাজ্য বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন। সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করার ডাক দেন নড্ডা। বুধবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েও আক্রমণ করেন। বলেন, ‘‘মমতার আর এক নাম অসহিষ্ণুতা। রাজ্যে তৃণমূল সরকারের আমলে অসহিষ্ণুতা বেড়েই চলেছে।’’ নড্ডার কথায়, ‘‘রাজ্যে ১৩০ জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। আমি নিজে ১০০ জনের তর্পণ করেছি। এটা কোন বাংলা?’’ তাঁর দাবি, বাংলায় রাজনৈতিক অসহিষ্ণুতার পরিচয় দিয়ে চলেছে তৃণমূল।

Advertisement

বুধবার কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন জেলায় বিজেপি ৯টি নির্বাচনী কার্যালয়েরও উদ্বোধন করেন নড্ডা। এ দিন তিনি জানান, আগামী দিনে মোট ৩৮টি কার্যালয় তৈরি হবে। ই-লাইব্রেরি থাকবে প্রতি কার্যালয়ে। কনফারেন্স হল থাকবে। বড় সভা করার জায়গা থাকবে। সেই সঙ্গে তিনি বলেন, ‘‘পার্টি অফিস আর কার্যালয়ে অনেক তফাৎ। বিজেপি কার্যলয়ে বিশ্বাস করে। কার্যালয় আসলে সংস্কারের কেন্দ্র।’’

নড্ডা বুধবার তৃণমূলকে পরিবার কেন্দ্রিক দল বলেও আক্রমণ করেন। তিনি বলেন, ‘‘তৃণমূলের কাছে দলটাই পরিবার আর বিজেপির কাছে দলই পরিবার। তাই নেতার বাড়ি থেকে নয়, কার্যালয় থেকে দল চালায় বিজেপি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement