—ফাইল চিত্র।
রাজ্যে ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এনে ব্রিগেডে সমাবেশ করতে চায় বিজেপি। প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলে ব্রিগেড সমাবেশের সম্ভাব্য তারিখ হতে পারে আগামী ৭ মার্চ। সে ক্ষেত্রে ২৮ ফেব্রুয়ারি বাম ও কংগ্রেসের যৌথ ব্রিগেডের পরের রবিবারই ব্রিগেডে নির্বাচনী সমাবেশ করবেন মোদী। তবে এই কর্মসূচি এখনও চূড়ান্ত নয় বলেই বিজেপি সূত্রের খবর। নবদ্বীপ থেকে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা। সেই যাত্রার শেষে মোদীকে এনে নির্বাচনী প্রচারকে তুঙ্গে তুলতে চাইছে বিজেপি।