J P Nadda

সপ্তমীর শহরে সফরে নড্ডা

গত বছর সপ্তমীর দিন কলকাতায় এসে শোভাবাজার রাজবাড়িতে পুজো দিয়েছিলেন তিনি। তার পরে হাওড়া ও কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ০৪:৫২
Share:

জে পি নড্ডা। —ফাইল চিত্র।

উদ্বোধনে আড়ম্বর এড়িয়ে দুর্গা পুজোর উপাচারের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বকে যুক্ত করার পরিকল্পনা করেছিল রাজ্য বিজেপি। সেই মতো আজ, বৃহস্পতিবার রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা। গত বছর সপ্তমীর দিন কলকাতায় এসে শোভাবাজার রাজবাড়িতে পুজো দিয়েছিলেন তিনি। তার পরে হাওড়া ও কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখেছিলেন। এ বার রাজ্যে এসে প্রথমে বেলুড় মঠে যাওয়ার কথা তাঁর। সেখানে বিশেষ পুজো পাঠে অংশ নেওয়ার পরে তাঁর গন্তব্য হতে পারে সন্তোষ মিত্র স্কোয়ার। কলকাতা পুরসভার বিজেপি পুর-প্রতিনিধি সজল ঘোষ এই পুজোর অন্যতম সংগঠক। তার পরে রাজারহাটের একটি হোটেলে বিশ্রাম ও সংক্ষিপ্ত কর্মসূচি করতে পারেন নড্ডা। বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার প্রেক্ষিতে ওই হোটেলে শিক্ষা ও সংস্কৃতি জগতের প্রতিনিধিদের মুখোমুখি হতে পারেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement