সোমবার গণডেপুটেশন-সহ বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচিতে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। —নিজস্ব চিত্র।
শাসকদল তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে বনগাঁ পুলিশের একাংশ কর্মী। এমনই অভিযোগ বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। ওই পুলিশকর্মীদের উর্দি খুলে রেখে তৃণমূলের দলদাসগিরি করতে বললেন তিনি। পুলিশের পাশাপাশি বনগাঁর বিডিওকেও হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। সোমবার বিধায়কের এই মন্তব্যের পর জেলা তৃণমূলের দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে অশালীন মন্তব্য করে নজর কাড়ার চেষ্টা করছে বিজেপি।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে গণডেপুটেশন-সহ বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ছিল উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ বিজেপির। সোমবার বনগাঁ ব্লক অফিসের সামনে ওই কর্মসূচিতে ভাষণে পুলিশের উদ্দেশে স্বপনের মন্তব্য, ‘‘মানুষের ট্যাক্সের টাকায় যদি আপনাদের মাইনে না হয়, তা হলে উর্দি খুলে তৃণমূলের দলদাসগিরি করুন। ভবিষ্যতে বিজেপি ক্ষমতায় এলে আপনাদের গাছে বেঁধে রাখবে সাধারণ মানুষ।’’
বনগাঁরা বিডিও অর্ঘ দত্তকেও হুঁশিয়ারি দিয়েছেন স্বপন। তিনি বলেন, ‘‘বনগাঁর ষোলোটা পঞ্চায়েত নিয়ে ছিনিমিনি খেলছেন বিডিও। বিডিওকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনি তৃণমূলের দলদাসগিরি, চামচাগিরি বন্ধ করুন। আপনাকে আমরা চিনে রেখেছি। ভবিষ্যতেও আপনাকে চাকরি করতে হবে। ভাববেন না, আপনাকে ছেড়ে দেব আমরা।’’ তিনি আরও বলেন, ‘‘মানুষের কাজ সঠিক ভাবে না করায় ভবিষ্যতে গেট ভেঙে আপনার ঘরে গিয়ে গণধোলাই দেবে সাধারণ মানুষ।’’
বিজেপি বিধায়কের এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। বনগাঁ তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘‘তৃণমূলের আগের সভায় জনসমাগম দেখে ওরা বিভ্রান্ত হয়ে পড়েছে। পঞ্চায়েত নির্বাচন আসছে। তাই কিছু অশ্লীল কথা বলে নজর কাড়ার চেষ্টা করছে। বিধায়কের কাজ কী, তা জানে না। বিধায়কের কী করা বা বলা উচিত, তা-ও জানেন না তিনি (স্বপন মজুমদার)।’’