BJP

দল ছাড়লেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী, ক্ষোভ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে

এর আগে দল বিরোধী কাজের অভিযোগে বিধায়ক কৃষ্ণকে শোকজ করে বিজেপি-র রাজ্য নেতৃত্ব। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে কারণ দেখানোর নির্দেশ দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২১ ১৪:২৪
Share:

নিজস্ব চিত্র

বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। শুক্রবার তিনি সাংবাদিক বৈঠক করে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘‘অনেক লোককে আমি বিজেপি-তে এনেছিলাম। কাজ করেছিলাম অনেক। কিন্তু এখন আমার প্রশ্নের জবাব দেন না দেবশ্রী চৌধুরী, অপরিচিত নম্বর থেকে মেসেজ করেন। কেন?’’

Advertisement

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন কৃষ্ণ। তিনি বলেন, ‘‘দেবশ্রী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। আজ আমি দল ছাড়লে যতটা না ক্ষতি হবে, তার থেকে বেশি ক্ষতি হবে দেবশ্রীর মতো মিরজাফর দলে থাকলে। আর একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু পিঠ দেখিয়ে দল ছাড়ছি না। এর পর যদি দেবশ্রী লোকসভার টিকিট পান, তা হলে ওঁর জামানত জব্দ হবে, আমি এ কথা লিখে দিতে পারি।’’

এর আগে, দলবিরোধী কাজের অভিযোগে বিধায়ক কৃষ্ণকে শোকজ করে বিজেপি-র রাজ্য নেতৃত্ব। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে কারণ দেখানোর নির্দেশ দেওয়া হয়। তখন থেকেই দল ছাড়ার জল্পনা তৈরি হয়েছিল। এর পর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন কৃষ্ণ। তিনি শুক্রবার বলেন ‘‘আমি দলেই অভিযোগ জানিয়েছিলাম দলকে। দলকে সময় দিয়েছিলাম এই মাসের শেষ পর্যন্ত। নতুন মাস পড়েছে, সময় শেষ। আমিও আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম।’’ বিধায়ক কৃষ্ণ কল্যাণীর মন্তব্যের ভিত্তিতে সাংসদ দেবশ্রী চৌধুরী বলেছেন, ‘‘আমি ওঁর দলত্যাগের বিষয়ে কিছু বলব না। কৃষ্ণ দলের জেলা সংগঠন, রাজ্য সংগঠন নিয়ে বারবার মন্তব্য করে চলছিলেন। দল তাঁকে সতর্ক করেছিল। দল তাঁকে শো-কজ করলে সেটা দলের ব্যাপার। আমার সঙ্গে বিধায়কের কোনও দিন কোনও গোলমাল হয়নি৷ আমাকে মিরজাফর উনি কেন বলেছেন, তাও বুঝিনি আমি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement