Waqf Board

CBI: ওয়াকফ ‘নয়ছয়ে’ সিবিআই দাবি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২১ ০৯:৪৫
Share:

ফাইল চিত্র।

রাজ্যের ওয়াকফ সম্পত্তির নয়ছয় হয়েছে বলে অভিযোগ তুলে বিষয়টির সিবিআই তদন্ত দাবি করল বিজেপির রাজ্য সংখ্যালঘু মোর্চা। সংগঠনের রাজ্য কর্মসমিতির বৈঠকে সোমবার এই প্রস্তাব গৃহীত হয়েছে। তার পরে সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলি হোসেন বলেন, ‘‘ওয়াকফ সম্পত্তিতে এ রাজ্যে বিপুল দুর্নীতি হয়েছে। আমরা এ ব্যাপারে সিবিআই তদন্ত চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন, ওয়াকফ সম্পত্তিতে কোনও দুর্নীতি হয়নি, তা হলে তিনি তা শ্বেতপত্র দিয়ে প্রমাণ করুন।’’ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অবশ্য পাল্টা বক্তব্য, ‘‘বিজেপির বেশির ভাগ নেতাই হয় শিক্ষানবিশ, নয় দলবদলু! কিছুই ওঁরা জানেন না! বাম আমলে ওয়াকফ কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে যে তদন্ত হয়েছিল, তার ফাঁকও ধরিয়ে দিয়ে তৃণমূল অনেক আগেই কাজ শুরু করে দিয়েছে। এখন এই সব কথা অর্থহীন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement