R G Kar Hospital Incident

চন্দনের বাড়িতে সজল-কৌস্তভ

বুধবার সজল ও কৌস্তভ তাঁর বাড়িতে গিয়েছিলেন। তাঁদের ফোন থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চন্দনের সঙ্গে কথা বলে তাঁর প্রতিবাদের জন্য অভিনন্দন জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০৮:২৪
Share:

নাট্যকার চন্দন সেনের বাড়িতে বিজেপির দুই নেতা সজল ঘোষ ও কৌস্তভ বাগচী। —নিজস্ব চিত্র।

প্রবীণ নাট্যকার চন্দন সেনের ব্যারাকপুরের বাড়িতে গিয়ে তাঁকে গাছের চারা ও সংবিধান উপহার দিয়ে অভিনন্দন জানালেন বিজেপি নেতা সজল ঘোষ ও কৌস্তভ বাগচী। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ও উত্তরপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক কাঞ্চন মল্লিকের একটি বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যের সর্বোচ্চ নাট্যসম্মান ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ ফিরিয়ে দিতে চেয়ে সরকারকে ই-মেল করেছেন চন্দন। তার পরে বুধবার সজল ও কৌস্তভ তাঁর বাড়িতে গিয়েছিলেন। তাঁদের ফোন থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চন্দনের সঙ্গে কথা বলে তাঁর প্রতিবাদের জন্য অভিনন্দন জানান। কৌস্তভ ও সজল জানান, তাঁরা রাজনীতিক হিসেবে নয়, বরং ব্যক্তিগত ভাবে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। চন্দন তাঁর অবস্থান স্পষ্ট করে বলেছেন, “আমি বলেছি, সাম্প্রদায়িকতা, মানবিকতার শত্রুর বিরুদ্ধে আমার কলম সব সময় গর্জন করে ওঠে। আমি কোনও রাজনৈতিক দলের হয়ে নাটক লিখি না, কোনও রাজনৈতিক দলের হয়ে বিরোধিতাও করি না।” তিনি এ-ও জানিয়েছেন, তাঁর বাড়িতে বিজেপি, তৃণমূল, সিপিএম-সহ নানা রাজনৈতিক দলের লোকজনই আসেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement