বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খান এবং সাংসদ অর্জুন সিংহ। —ফাইল চিত্র।
গড়িয়ার শ্মশানে মৃতদেহের প্রতি ‘অসম্মানে’র প্রতিবাদে বুধবার থানায় চিঠি দিতে গিয়ে গ্রেফতার হলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খান, সাংসদ অর্জুন সিংহ, যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক তাপস ঘোষ প্রমুখ। ঊষা মোড় থেকে মিছিল করে বাঁশদ্রোণী থানায় প্রতিবাদপত্র দিতে যাওয়ার পথে পুলিশ তাঁদের আটকায়। সেখানে দু’পক্ষের মধ্যে বচসা, ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। সৌমিত্রের আরও অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় তাঁদের কর্মীদের উপরে লাঠি চালিয়েছে। ঘটনাস্থল থেকে বিজেপির নেতা-কর্মীদের গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। ঠাকুরপুকুরেও একই বিষয়ে থানায় দাবিপত্র দেওয়ার কর্মসূচি থেকে বিজেপির যুব নেতা-কর্মীরা গ্রেফতার হন। তাদেরও নিয়ে যাওয়া হয় লালবাজারে। পুলিশ সূত্রে বলা হয়েছে, রাজনৈতিক কর্মসূচির অনুমতি ছিল না বলে মিছিল থেকে নেতা-কর্মীদের আটক করা হয়েছে।