Suvendu Adhikari

লোকসভা নির্বাচনের পরে প্রথম শাহি-সাক্ষাতে শুভেন্দু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনেক নালিশ রাজ্য নিয়ে

লোকসভা ভোট মেটার এক মাসেরও বেশি পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সাক্ষাতে কী কী নিয়ে আলোচনা, তা নিয়ে জল্পনা বিজেপি শিবিরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২৪ ১৬:০৪
Share:

(বাঁ দিকে) অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী। ছবি: এক্স থেকে।

লোকসভা নির্বাচনের ফলঘোষণা হয়েছে ৪ জুন। তার এক মাসেরও বেশি পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শাহের দিল্লির বাসভবনে বৃহস্পতিবার তাঁদের প্রায় ৪৫ মিনিট কথাবার্তা হয়েছে বলে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানিয়েছেন শুভেন্দু। কী নিয়ে কথা হয়েছে, তা-ও জানিয়েছেন। চোপড়া থেকে কামারহাটিকাণ্ড নিয়ে শাহকে রিপোর্ট জমা দিয়েছেন তিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় যে সব গণপিটুনির ঘটনা সামনে এসেছে, তার ভিডিয়ো ফুটেজও শাহকে দিয়েছেন শুভেন্দু। তবে এ ছাড়া কী কী আলোচনা হয়ে থাকতে পারে, তা নিয়ে জল্পনা রয়েছে বিজেপির মধ্যে।

Advertisement

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে বাংলায় বেশি এলেও শাহও খুব কম আসেননি। সেই সময়ে শুভেন্দু-শাহ সাক্ষাৎও হয়েছে। কিন্তু নির্বাচনে যেমন বিজেপি আশা করেছিল, তার চেয়ে অনেক কম আসন পাওয়ার পরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কেউ বাংলায় আসেননি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রের প্রতিমন্ত্রী হওয়ায় বিভিন্ন বৈঠকে থাকলেও আলাদা করে এখনও পর্যন্ত দিল্লি বা কলকাতায় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্বের কোনও বৈঠক হয়নি। এর মধ্যে মোদীর শপথ এবং অন্যান্য সময়ে শুভেন্দু দিল্লি গেলেও কোনও শীর্ষনেতার সঙ্গে তিনি আলাদা করে বৈঠক করেননি। ফলে বৃহস্পতিবারের শাহ-শুভেন্দু আলোচনা বিজেপির কাছে গুরুত্বপূর্ণ। সেখানে ভোটের ফল বা অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে শাহের সঙ্গে তিনি কথা বলেছেন কি না, তা অবশ্য শুভেন্দু জানাননি।

এখন দিল্লিতেই রয়েছেন সুকান্ত। মন্ত্রকের কাজে রাজধানীতে গেলেও শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর কোনও সাক্ষাতের কর্মসূচি নেই বলেই রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে। সুকান্ত মন্ত্রী হওয়ায় রাজ্যে বিজেপির সভাপতি বদল হওয়ার সম্ভাবনা। বিজেপি শিবিরের দাবি, সে সব নিয়ে কথা বলতে আদৌ যাননি শুভেন্দু। তবে সাংগঠনিক কিছু বিষয় নিয়ে তিনি কথা বলে থাকতে পারেন। কারণ, ফল আশানুরূপ না হওয়ার পরে বিজেপির বিভিন্ন মহল থেকে শুভেন্দুর দিকে আঙুল তোলা হয়েছে।

Advertisement

শুভেন্দু জানিয়েছেন, মূলত রাজ্যে ভোট-পরবর্তী সন্ত্রাস নিয়ে খোঁজ নিয়েছেন শাহ। আক্রান্তদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সম্পূর্ণ সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন। একই সঙ্গে শুভেন্দু জানিয়েছেন, তিনি একটি ‘ইউএসবি ড্রাইভ’ শাহকে দিয়েছেন। সেখানে চোপড়ায় তৃণমূল নেতার হাতে এক যুগলের লাঞ্ছিত হওয়ার ভিডিয়ো রয়েছে। এ ছাড়াও কোচবিহারে বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্যার উপরে নির্যাতন থেকে বাঁকুড়ার গোষ্ঠীদ্বন্দ্ব এবং মুর্শিদাবাদে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বোমা হাতে ঘুরে বেড়ানোর ভিডিয়োও রয়েছে। আড়িয়াদহে সম্প্রতি চোর সন্দেহে এক পুরুষ ও মহিলার উপরে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীর অত্যাচারের কথাও শাহকে জানিয়েছেন শুভেন্দু। দিয়েছেন সেই ভিডিয়োও।

শুভেন্দুর বক্তব্য, চোপড়ার ‘জেসিবি’ থেকে কামারহাটির জয়ন্ত সিংহ সম্পর্কে অভিযোগ জানিয়েছেন তিনি। শাহ মন দিয়ে শুনেছেন এবং কেন্দ্রের তরফে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত, রাজ্যে একের পর এক ঘটনা সামনে আসায় বিজেপির তরফে মৌখিক বিবৃতি দেওয়া হলেও এখনও পর্যন্ত সে ভাবে আন্দোলনমুখী হয়নি পদ্মশিবির। চার কেন্দ্রে উপনির্বাচন মেটার পরে আন্দোলনে নামা হবে বলে আগেই বিজেপির তরফে জানিয়েছিলেন সুকান্ত। তার ঠিক আগে শাহ-শুভেন্দু সাক্ষাৎ। সেখানে কী ধরনের আন্দোলন করা হবে, তা নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে বলে বিজেপির অনেকে মনে করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement