অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।
সোমবার দিল্লি যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত বৈঠকে উপস্থিত থাকবেন বলে আগেই জানিয়েছেন তিনি। সেই দিনেই তাঁর ফিরে আসার কথা। অন্য দিকে, রবিবার রাতেই দিল্লির উদ্দেশে রওনা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই সফর নিয়ে আগাম কিছু না জানালেও বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতেই দিল্লি যাত্রা শুভেন্দুর।
বিজেপি সূত্রে খবর, লোকসভায় বাজেট অধিবেশনের ফাঁকেই শাহের সঙ্গে বৈঠক হতে পারে শুভেন্দুর। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বাংলায় রাজ্যসভা নির্বাচনও রয়েছে পাঁচটি আসনে। এর মধ্যে একটি আসন অঙ্কের হিসাবে বিজেপির পাওয়ার কথা। এখনও পর্যন্ত সেই আসনে কে প্রার্থী হবেন তা জানাননি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে শনিবারই রাজ্যের তরফে কয়েকটি নাম পাঠানো হয়েছে। সেই সব নিয়েই শুভেন্দুর সঙ্গে শাহের আলোচনা হতে পারে। তবে কখন সেই বৈঠক হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
বিজেপির অন্য একটি সূত্র জানিয়েছে, শাহ ছাড়াও অন্য কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গেও শুভেন্দু বৈঠক করতে পারেন। লোকসভা অধিবেশন চলায় রাজ্যের সাংসদরা দিল্লিতেই থাকছেন সোমবার। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার রাতে কলকাতায় এলেও শনিবার মালদহে যান। রবিবার রাতে ফিরে তিনি সোমবার সকালেই দিল্লি পৌঁছবেন। তবে শাহের সঙ্গে শুভেন্দুর বৈঠক হলে সেখানে সুকান্তও থাকবেন কি না তা স্পষ্ট নয়।