বুধবার বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে ধর্নায় শুভেন্দু অধিকারী। —ফাইল ছবি।
আর জি কর কাণ্ডে আক্রমণের সুর আরও চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় দক্ষিণবঙ্গের বিজেপি বিধায়কদের নিয়ে ধর্না কর্মসূচিতে বসেন তিনি। তার আগে সাংবাদিক বৈঠকে আর জি কর হাসপাতালের ঘটনায় আগামী কর্মসূচির ঘোষণা করেন নন্দীগ্রামের বিধায়ক।
শুভেন্দু জানিয়েছেন, পরের সপ্তাহেই বিজেপি বিধায়কদের নিয়ে নবান্ন-সহ রাজভবন এবং স্বাস্থ্য ভবনে যাবেন তিনি। সেখানে গিয়ে আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদে সরব হবেন বিরোধী দলনেতা। তবে তাঁর কর্মসূচি যে আগাগোড়াই শান্তিপূর্ণ থাকবে তা স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু। তিনি বলেছেন, ‘‘আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা সিদ্ধান্ত নিয়েছি, আগামী সপ্তাহে এক দিন নবান্ন, এক দিন রাজভবন এবং এক দিন স্বাস্থ্য ভবনে যাব। এই কর্মসূচি সীমিত সংখ্যায় শান্তিপূর্ণ উপায়ে হবে।’’ বিরোধী দলনেতা আরও বলেন, ‘‘স্বাস্থ্য ও পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আমরা এই তিন জায়গায় যাব।’’
তবে ঠিক কোন দিন কোথায় তাঁরা এই কর্মসূচি করবেন তা খোলসা করতে চাননি শুভেন্দু। বিজেপির পরিষদীয় দল সূত্রে খবর, এই কর্মসূচিতে শুভেন্দুর সঙ্গে থাকবেন বিজেপির মহিলা বিধায়করাও। গত শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজের চার তলার সেমিনার হল থেকে মেলে এক চিকিৎসকের দেহ। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। এ নিয়ে গত পাঁচ দিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের নির্দেশে আরজি কর মামলার তদন্তভার নিয়েছে সিবিআই। বুধবার সকালেই দিল্লি থেকে কলকাতায় পৌঁছে গিয়েছে সিবিআইয়ের ‘বিশেষ দল’। বুধবার বিধানসভা ভবনের সামনে ধর্নায় বসেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর অভিযোগ, আরজি করের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তাঁর এবং অন্যান্য বিজেপি বিধায়কের হাতে প্ল্যাকার্ডে লেখা, ‘একটাই দাবি— স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ।’