Amit Shah and Suvendu Adhikari

অনেক বিষয়ে কথা বলতে চান শাহ! সোমেই দিল্লি যাবেন শুভেন্দু, মঙ্গলে ‘একলা’ বৈঠক

সোমবার দিল্লিতে বিজেপির সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে ডাক পেয়েছেন শুভেন্দু অধিকারীও। সেই বৈঠকের পরে দিল্লিতে থেকে মঙ্গলবার হবে শাহি বৈঠক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ২০:৪৩
Share:

সোমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে মঙ্গলবার দিল্লিতে বৈঠক শুভেন্দু অধিকারীর। শনিবার শাহ কলকাতা ছাড়ার আগে তেমনটাই কথা হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।

Advertisement

শুভেন্দুর সঙ্গে অনেক বিষয়ে শাহ কথা বলতে চাইলে কী কী বিষয়ে তা অবশ্য জানাননি বিরোধী দলনেতা। তবে এটা জানিয়েছেন যে, শুক্রবার রাতে শাহের সঙ্গে বৈঠক এবং শনিবার বিমানবন্দরে একান্তে কথা বলে তিনি আশ্বস্ত এবং গতকালের বৈঠকের পরে উৎসাহিত। বিমানবন্দরে তাঁকে বিদায় জানানোর পরে শুভেন্দু বলেন, ‘‘তিনি নির্দেশ দিয়ে গিয়েছেন, সোমবার রাতে দলের সাংসদদের বৈঠকে যোগ দেওয়ার পরে আমায় দিল্লিতে থেকে যেতে বলেছেন। সঙ্গে বলেছেন, মঙ্গলবার তোমাকে ৩০ মিনিটি সময় দিচ্ছি, সংসদে আমার দফতরে এসে আমার সঙ্গে দেখা করবে। অনেক গুলি বিষয় রয়েছে যা নিয়ে তোমার এবং রাজ্য সভাপতির সঙ্গে আলোচনা করা দরকার।’’

বিজেপি সূত্রে খবর, অনেক দিন ধরেই শাহের সঙ্গে বৈঠকের ইচ্ছাপ্রকাশ করেছিলেন শুভেন্দু। কিন্তু গুজরাত ভোটের ব্যস্ততার জন্য সময় দিতে পারেননি শাহ। গুজরাতের ফল ঘোষণার দিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও শাহের বৈঠক চূড়ান্ত হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তা বাতিল হয়ে যায়। মঙ্গলবার শাহের সঙ্গে শুভেন্দুর বৈঠক হলেও সেখানে সুকান্ত থাকবেন কি না তা অবশ্য জানা যায়নি। রাজ্য বিজেপি সূত্রে খবর, সংসদের অধিবেশন চলায় এখন অনেক দিনই দিল্লিতে থাকবেন সুকান্ত। তারই মধ্যে আলাদা করে শাহ-সুকান্ত বৈঠক হতে পারে। যা আগে বাতিল হয়েছিল।

Advertisement

প্রসঙ্গত শুধু সুকান্তই নয়, দিলীপ ঘোষ-সহ বাংলার সকল বিজেপি সাংসদই সোমবার দিল্লিতে থাকবেন। ওই দিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারের বাড়িতে সকলকে নিয়ে বৈঠকে বসবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ। গত বৃহস্পতিবারই হুগলির ব্যান্ডেলে রাজ্যের নেতাদের নিয়ে বৈঠক করেছেন তিনি। এ বার সব সাংসদদের নিয়ে দিল্লিতে বসছেন। সেখানে সুনীল বনশল-সহ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদেরও উপস্থিত থাকার কথা। বৈঠকে ডাক পেয়েছেন শুভেন্দুও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement