Dilip Ghosh

Dilip Ghosh: অন্ধকূপে হত্যার মতো বদ্ধ প্রেক্ষাগৃহে কেকে-কে আটকে মারা হয়েছে! মন্তব্যে বেলাগাম দিলীপ

‘মুখে কুলুপ আঁটা’র কেন্দ্রীয় নির্দেশকে দিলীপ যে আদৌ গুরুত্ব দিচ্ছেন না, তা নদিয়ার সভা থেকে স্পষ্ট করে দিয়েছেন দিলীপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ০২ জুন ২০২২ ২২:১৪
Share:

নিজস্ব চিত্র।

কলকাতায় অনুষ্ঠান করতে এসে মৃত্যু হয়েছে সঙ্গীতশিল্পী কেকে-র। তাতে আগেই রাজনীতির গন্ধ পেয়েছিলেন বিজেপি নেতারা। কী ঘটেছিল, এ বার তার বর্ণনা দিলেন দিলীপ ঘোষ। দলীয় সমাবেশে দাঁড়িয়ে দিলীপের সেই মন্তব্য আবার বিতর্ক উসকে দিয়েছে। প্রসঙ্গত, ক’দিন আগেই মুখে কুলুপ আঁটতে বলে দিলীপকে চিঠি দিয়ে জানিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে সেই নির্দেশকে দিলীপ যে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, তা স্পষ্ট।

Advertisement

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার গ্রেফতারি ও প্রাইমারি শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের পদত্যাগের দাবিতে দুপুর চারটের সময় তেহট্টের জিতপুর মোড়ে জনসভায় বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘অমিত শাহজি অনেক আগেই আমাকে বলেছিলেন, বাংলায় এলে মরতে হবে। কাকতালীয় ভাবে সেটাই সত্যি হল। অন্ধকূপে হত্যার মতো বদ্ধ অডিটরিয়ামে আটকে কেকে-কে মেরে ফেলা হয়েছে।’’ দিলীপের এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

তাৎপর্যপূর্ণ ভাবে এই জনসভায় হাজির থাকার কথা থাকলেও অনুপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিল্লির নেতৃত্ব যে তাঁকে ‘সেন্সর’ করেছে, তা নিয়ে দিলীপকে প্রশ্ন করা হলে, তাঁর সটান জবাব, ‘‘এখনও আপনাদের সঙ্গে কথা বলছি। কই, কেউ তো বাধা দেয়নি!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement