Dilip Ghosh

হিন্দুত্বের তাসেই নজর দিলীপদের

দিলীপবাবুর আরও অভিযোগ, ‘‘বাম এবং তৃণমূল— কোনও সরকারই বাংলাদেশ সীমান্তে এক হাজার কিলোমিটার জায়গায় কাঁটাতারের বেড়া লাগাতে দেয়নি। ”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২০ ০৩:১২
Share:

ফাইল চিত্র।

রাজ্যে করোনা এবং আমপান-দুর্গত সময়েও আগামী বিধানসভা ভোটকে মাথায় রেখে বিজেপি যে মেরুকরণকেই হাতিয়ার করতে চায়, তা ফের স্পষ্ট করে দিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলার ‘ভার্চুয়াল’ সভা থেকে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রসঙ্গ ফের খুঁচিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস পালন অনুষ্ঠানে মঙ্গলবার দিলীপবাবুও বলেছেন, ‘‘শ্যামাপ্রসাদ কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ প্রমাণ করতে বলিদান দিয়েছিলেন। এখান থেকেই প্রমাণিত দেশ আমাদের রক্তে আছে। আর যারা তাঁর সমালোচনা করে, তারা দেশভাগের ফলে তৈরি উদ্বাস্তুদের ভোট নিয়ে সরকারে এসেছে। কিন্তু তাঁদের কিছু দেয়নি।’’ রাজনৈতিক শিবিরের মতে, এ বার শ্যামাপ্রসাদের তিরোধান দিবসে বিজেপির অনুষ্ঠানের বাড়তি আয়োজনও বুঝিয়ে দিচ্ছে, হিন্দুত্বের তাসই তারা আগামী নির্বাচনে ব্যবহার করতে চায়।

Advertisement

দিলীপবাবুর আরও অভিযোগ, ‘‘বাম এবং তৃণমূল— কোনও সরকারই বাংলাদেশ সীমান্তে এক হাজার কিলোমিটার জায়গায় কাঁটাতারের বেড়া লাগাতে দেয়নি। কারণ তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা, অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে ভোটার তৈরি করে সরকারে থাকার চেষ্টা করেছে। দেশের অখণ্ডতাকে বিপন্ন করে রাজনীতি করেছে।’’ তৃণমূল ও বাম অবশ্য মনে করিয়ে দিয়েছে, বেড়া তৈরি ও সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারেরই। পাশাপাশিই কংগ্রেসের কটাক্ষ, ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে নতিস্বীকার করেছিলেন যে শ্যামাপ্রসাদ, তাঁকে বাংলার ‘আইকন’ বানানোর চেষ্টায় লাভ হবে না।

তাঁর হিংসার তত্ত্বেও অনড় থেকেছেন দিলীপবাবু। তিনি এ দিনও বলেন, ‘‘বিজেপি হিংসায় বিশ্বাস করে না। কিন্তু হিংসার প্রতিরোধে হিংসা করতে আমাদের হাত কাঁপে না।’’ তিনি হুমকি দেন, বিজেপি কর্মীরা তরোয়ালের জবাবে তরোয়াল, ছুরির জবাবে ছুরি ধরতে জানেন। পুলিশের একাংশকে ‘জানোয়ার’ও বলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement