সিপিএমের ঘরেও পদ্ম, বলছেন সূর্যকান্তই 

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র দলের নেতা-কর্মীদের বোঝালেন, ‘অজান্তে’ তাঁদের ঘরেও ঢুকে পড়ছে বিজেপি। ভোট ভাঙাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৯ ০২:০২
Share:

মেদিনীপুরে দলীয় সভায় সূর্যকান্ত মিশ্র। নিজস্ব চিত্র

লোকসভা ভোটের প্রচারে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন, সিপিএমের ভোটই বিজেপিতে যাচ্ছে। ভোটের পর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেই প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ‘‘সিপিএমের হার্মাদই এখন বিজেপির ওস্তাদ হয়েছে।’’ সিপিএমের পাল্টা দাবি ছিল, তৃণমূলেই পুষ্ট হচ্ছে বিজেপি।

Advertisement

এ বার খোদ সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র দলের নেতা-কর্মীদের বোঝালেন, ‘অজান্তে’ তাঁদের ঘরেও ঢুকে পড়ছে বিজেপি। ভোট ভাঙাচ্ছে। এ নিয়ে সতর্ক থাকতে হবে। ঘরের ছেলেদের দিকে ‘বাড়তি’ নজর রাখতে হবে।

শনিবার দলের এক কর্মিসভায় যোগ দিতে মেদিনীপুরে এসেছিলেন সূর্যকান্ত। সভায় উপস্থিত দলীয় কর্মীদের তিনি আগে ঘর সামলানোর বার্তা দেন। এ দিন তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘আপনাদের আমি বলি, বাড়ির ছেলেদের সম্পর্কে সাবধান থাকবেন। সাবধান থাকবেন মানে, এখন তো ছেলেদের সঙ্গে কথাবার্তা কম হয়, কথাবার্তা বলবেন। আপনার ছেলে কি ভাবছে, বোঝার চেষ্টা করবেন। আগে নিজের ঘরটা সামলান।’’ তাঁর বক্তব্য, এখন হাতে হাতে স্মার্টফোন ঘুরছে। ছেলের কাছে কখন মোদীর বার্তা পৌঁছে গিয়েছে জানতেই পারবেন না। এ জন্যই কথাবার্তা বলা দরকার।

Advertisement

পঞ্চায়েত ভোটের পর লোকসভাতেও পশ্চিম মেদিনীপুরে বিজেপির উত্থানের সঙ্গে সঙ্গে বামেদের নিস্তেজ হওয়ার ছবিটা প্রকট হয়েছে। ফল নিয়ে কাটাছেঁড়ায় বসেছেন জেলার বাম নেতৃত্ব। নেতৃত্ব মানছেন, লোকসভায় বহু বুথে দলের ‘নিশ্চিত’ ভোটও বামেরা পায়নি। এ দিনের কর্মিসভায় শুধুমাত্র দলের শাখা সম্পাদক এবং এরিয়া কমিটির সদস্যরা ছিলেন। সূর্যকান্তের দাবি, আরএসএসের শাখা সংগঠন নানা রূপে, নানা নামে, নানা বর্ণে ছড়িয়ে রয়েছে। সভায় সিপিএমের রাজ্য সম্পাদক বলেছেন, ‘‘আমি পার্টির চিঠির অনেক কথা বলব। ওরা বেশি কথা বলবে না। শুধু বলবে, রাম- বাম, হিন্দু- মুসলমান, ভারত- পাকিস্তান, ব্যস, হয়ে গেল।’’

কর্মিসভায় সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায়ের স্বীকারোক্তি, ‘‘আমরা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম।’’ দলবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে দলের সদস্যদের একাংশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন জেলা নেতৃত্ব। কর্মিসভায় সূর্যকান্ত স্পষ্ট বলেছেন, ‘‘যিনি টানা সময় ধরে পার্টির কাজ করছেন না, তাঁর পার্টির সদস্যপদে থাকার অধিকার নেই। সদস্যপদ খারিজ করতে হবে।’’

শনিবার এই কর্মিসভার আগে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়েছে। বৈঠকে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক। পরে সিপিএমের জেলা কমিটির বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকেও রয়েছেন সূর্যকান্ত। দু’দিনের জেলা কমিটির বৈঠক শেষ হবে আজ, রবিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement