BJP

বাড়ছে বেসুর, দ্বন্দ্বও, কমিটি গড়ল বিজেপি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ০৬:৪২
Share:

প্রতীকী চিত্র।

বিধানসভা ভোটে লক্ষ্যপূরণে ব্যর্থ হওয়ার পরে যখন দলের ভিতর থেকে মাঝেমধ্যেই ‘বেসুর’ বেরিয়ে আসছে, তখন সাংসদ সুভাষ সরকারের নেতৃত্বে শৃঙ্খলারক্ষা কমিটি গড়ল রাজ্য বিজেপি। কলকাতার হেস্টিংসে বিজেপির কার্যালয়ে মঙ্গলবার দলের পদাধিকারী বৈঠকে ওই কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী এবং সাধারণ সম্পাদক রথীন বসু। ওই কমিটির কথা ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

বিজেপি সূত্রের খবর, ওই বৈঠকে দিলীপবাবু বার্তা দিয়েছেন, প্রকাশ্যে দলবিরোধী কোনও মন্তব্য বা আচরণ বরদাস্ত করা হবে না। ভোটে বিজেপির পরাজয়ের পর থেকে যে সব নেতা-কর্মী সামাজিক মাধ্যমে বা সংবাদমাধ্যমে দল-বিরোধী মন্তব্য করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, দলের অন্তর্দ্বন্দ্বে রাশ টানতেই এখন শৃঙ্খলারক্ষা কমিটি গড়তে হল বিজেপি-কে।

বিজেপি নেতৃত্বের অবশ্য বক্তব্য, দলে শৃঙ্খলারক্ষা কমিটি নতুন নয়। দলের গঠনতন্ত্র মেনে চিরকালই এই কমিটি আছে। দিলীপবাবু দ্বিতীয় দফায় রাজ্য সভাপতি হওয়ার পর রাজ্য কমিটির প্রথম বৈঠকে শৃঙ্খলারক্ষা কমিটি গড়ার দায়িত্ব তাঁকেই দেওয়া ‌হয়েছিল। ভোটের পর সেই কমিটি তিনি গড়ে দিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement