সিএএ ‘বোঝাতে’ বিস্তারক বিজেপির

এ বার বিস্তারকদের দায়িত্ব হবে বাড়ি বাড়ি ঘুরে সিএএ কত ‘ভাল’ আইন, তা মানুষকে বোঝানো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ০৩:৪০
Share:

প্রতীকী ছবি।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর প্রচারে রাজ্য জুড়ে প্রায় ৩০ হাজার দলীয় কর্মীকে মাঠে নামাচ্ছে বিজেপি। যাঁদের পোশাকি নাম বিস্তারক। লোকসভা ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের জন্য বিধানসভা পিছু বিস্তারক নামিয়েছিল বিজেপি। এ বার বিস্তারকদের দায়িত্ব হবে বাড়ি বাড়ি ঘুরে সিএএ কত ‘ভাল’ আইন, তা মানুষকে বোঝানো। একই সঙ্গে, সিএএ তৈরির জন্য রাজ্যের এক কোটি মানুষকে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন-চিঠিও লেখাবে বিজেপি। বাঁকুড়ার দলীয় সাংসদ সুভাষ সরকার বলেন, ‘‘দেশের সব রাজ্যেই সিএএ-র পক্ষে প্রচার হবে। আমাদের রাজ্যে ওই প্রচারে বিস্তারক নামবে এবং প্রধানমন্ত্রীকে চিঠি লেখানো হবে। ১৬ জানুয়ারি থেকে এই কর্মসূচিগুলি শুরু হবে।’’ বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জগৎপ্রকাশ নড্ডার সঙ্গে সুভাষবাবু এবং রাজ্য দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর বৈঠকে ওই কর্মসূচিগুলির সিদ্ধান্ত হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement