সন্দেশখালি-কাণ্ডের বিচার কই, প্রশ্ন বিজেপির

পরে কৈলাস অভিযোগ করেন, ‘‘প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডল নিহত হওয়ার পরে তিন মাস কেটে গিয়েছে। এখনও ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ শাজাহানের গুন্ডাবাহিনী ঘুরে বেড়াচ্ছে!’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৬
Share:

কৈলাস বিজয়বর্গীয়।

লোকসভা ভোটের পরে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে শাসক তৃণমূলের সঙ্গে সংঘর্ষে দলের কর্মীদের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে ফের সরব হল বিজেপি। সন্দেশখালিতে নিহত দুই বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলের বাড়িতে রবিবার গিয়েছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। সঙ্গে ছিলেন দলের নেতা মুকুল রায়ও। দুই বাড়িতেই নিহতদের পরিবারের লোকজন বিজেপি নেতাদের কাছে কান্নায় ভেঙে পড়েন। বাড়ির ছেলেদের হত্যার ঘটনার বিচার দাবি করেন তাঁরা।

Advertisement

পরে কৈলাস অভিযোগ করেন, ‘‘প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডল নিহত হওয়ার পরে তিন মাস কেটে গিয়েছে। এখনও ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ শাজাহানের গুন্ডাবাহিনী ঘুরে বেড়াচ্ছে!’’ কৈলাসের আরও হুঁশিয়ারি, ‘‘এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় সন্ত্রাস ও তোষণের রাজনীতির জ্বলন্ত নমুনা! কিন্তু বিজেপি এই অরাজকতার অবসান না ঘটানো পর্যন্ত শান্ত হয়ে বসবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement