State News

ওয়ার্ড পুনর্বিন্যাস চাই, রাজ্য নির্বাচন কমিশনে বিজেপি

বিজেপির দাবি, আসন্ন পুরভোটের ঘোষণার আগে সীমানা পুনর্বিন্যাস কার্যকর করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ০৩:০৭
Share:

ছবি: সংগৃহীত।

কলকাতা-সহ বিভিন্ন পুরসভার ওয়ার্ডভিত্তিক সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে গত সপ্তাহে। কিন্তু জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস কেন করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। তাদের দাবি, আসন্ন পুরভোটের ঘোষণার আগে সীমানা পুনর্বিন্যাস কার্যকর করতে হবে।

Advertisement

কলকাতা পুরসভার ওয়ার্ড ভিত্তিক ভোটার-সংখ্যার উদাহরণ দিয়েই রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের কাছে লিখিত ভাবে সীমানা পুনর্বিন্যাসের দাবি পেশ করেছেন বিজেপি নেতা মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার ও সব্যসাচী দত্ত। তাঁদের যুক্তি, কলকাতা পুরসভায় বেশ কিছু ক্ষেত্রে একটি ওয়ার্ডের সঙ্গে অন্য ওয়ার্ডের ভোটার-সংখ্যার বিরাট ফারাক আছে। অথচ ওয়ার্ডপিছু অর্থ বরাদ্দের পরিমাণ একই। এই রকম বৈষম্য দূর করার জন্য ভৌগোলিক এলাকা ধরে জনসংখ্যার ঘনত্বকে বিবেচনায় রেখে সীমানা পুনর্বিন্যাসের দাবি তুলেছেন তাঁরা। উদাহরণ দিয়ে বিজেপি নেতাদের আরও বক্তব্য, গত কয়েক বছরে কলকাতা পুর-এলাকায় বেশ কিছু নতুন সংযুক্তি হয়েছে। কিন্তু সীমানা পুনর্বিন্যাসের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। অথচ বিধাননগরে পুর-এলাকায় নতুন অঞ্চল সংযুক্তির কারণে ২০১৫ সালেই ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement