TMC

বিজেপি-তে বেচারামের ‘ঘরের লোক’, আত্মীয় বলে মানতে নারাজ হরিপালের বিধায়ক

শনিবার বিজেপি নেতা মুকুল রায় এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন বিধান-সহ রতনপুরের ২০ জন তৃণমূল কর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিঙ্গুর শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ০৯:৩৪
Share:

বিধান মান্না। নিজস্ব চিত্র

সিঙ্গুরে দলীয় কর্মসূচি ‘যোগদান মেলা’য় শনিবার বড়সড় ‘চমক’ দিল বিজেপি। হরিপালের বিধায়ক বেচারাম মান্নার নিজের গ্রামের এক ঝাঁক তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে বিধান মান্না নামে এক ব্যক্তি নিজেকে বেচারামের জ্যেঠতুতো ভাই বলে দাবি করেছেন। যদিও হরিপালের বিধায়ক তাঁকে আত্মীয় মানতে নারাজ।

Advertisement

শনিবার বিজেপি নেতা মুকুল রায় এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন বিধান-সহ রতনপুর এলাকার জনা কুড়ি তৃণমূল কর্মী। দল বদলেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিধান। সিঙ্গুর আন্দোলনের সময় তিনি অগ্রণী ভূমিকায় ছিলেন বলে দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, ‘‘নন্দীগ্রামে আমার বুকে দোনলা বন্দুক ধরা হয়েছিল। অথচ আমরা তৃণমূল করে কোনও সুযোগসুবিধা পাইনি। দলে দাম পাইনি। আমাদের ডাকা হয় না। কিন্তু এক শ্রেণির নেতারা দুর্নীতি করছে। আমরা বীতশ্রদ্ধ।’’

দলবদল করলেও বেচারামের সঙ্গে আত্মীয়তার বন্ধনে তার কোনও প্রভাব পড়বে না বলেই দাবি করেছেন বিধান। আত্মবিশ্বাসের সুরেই তিনি বলেন, ‘‘বেচারামের সঙ্গে সম্পর্ক ঠিক আছে। ওঁর বাড়ির সব অনুষ্ঠানে আমি নানা দায়িত্ব পালন করি।’’

Advertisement

আরও পড়ুন: হলদিয়া থেকে তৃণমূলকে হলদি নদীতে ফেলার হুঙ্কার শুভেন্দুর, বাবুলের মুখে ফের ‘ভাইপো’

আরও পড়ুন: তফসিলি বৃত্তিতে বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, বঙ্গভোটকে সামনে রেখে প্রচারে নামছে রাজ্য বিজেপি

কিন্তু হরিপাল-বিধায়ক অবশ্য জানিয়ে দিয়েছেন, ‘‘রতনপুরে মান্না পদবির অনেকে আছেন। সকলে আমার আত্মীয় নন।’’ বিধান বিজেপি-র ‘শেখানো বুলি’ বলছেন বলেও দাবি তাঁর। বেচারামের পাল্টা অভিযোগ, তাঁকে বদনাম করতে এ সব প্রচার চালাচ্ছে বিজেপি। তবে সিঙ্গুরে কৃষক আন্দোলনের অন্যতম মুখ বেচারাম মান্নার ‘ঘরের লোক’কে নিজেদের দলে টেনে আনতে পেরে স্বাভাবিক ভাবেই উজ্জীবিত গেরুয়া শিবির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement