শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দিন, ১২ ডিসেম্বর শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর সভার আয়োজন করতে গিয়ে সমস্যা হচ্ছে, দাবি করল বিজেপি। পুলিশের অনুমতি নেই। তৃণমূলের ভয়ে বাড়ি ভাড়া দিতে চাইছেন না কেউ— এমনই অভিযোগ তাদের। যদিও অভিযোগ মানেননি জেলা তৃণমূল নেতৃত্ব।
আগামী ১২ ডিসেম্বর শিলিগুড়িতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা তথা কনভেনশন কর্মসূচির ব্যবস্থাপনা এবং সঞ্চালনার মূল দায়িত্বে আছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শুক্রবার তাঁর দাবি, ওই দিন প্রকাশ্যে আর কোনও মাঠে সভা করতে অনুমতি দিতে নারাজ পুলিশ। সেই মতো কোনও ভবনের ভিতরে সে সভা করার প্রস্তুতি চলছে। তবে বিধায়কের অভিযোগ, ‘‘অন্তত ১০টি ভবনে যোগাযোগ করা হলে তাদের মালিকেরা বলছেন, ‘আপনাদের ভবন দিতে পারব না। নিষেধ রয়েছে। চোখরাঙানো হচ্ছে’। কেউ অন্য যুক্তি দিচ্ছেন। তৃণমূল রয়েছে এ সবের পিছনে।’’
তবে শিলিগুড়ি পুরসভার মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব বলেন, ‘‘এ সব কথার কোনও উত্তর হয় না। কোথায়
তাঁরা সভা করবেন, সেটাও কি আমাকে ঠিক করে দিতে হবে?’’ এ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি শিলিগুড়ি কমিশনারেটের
পুলিশ-কর্তারা। তবে তাঁদের একাংশের দাবি, বিজেপি এখনও পর্যন্ত সভার অনুমতি চেয়ে
আবেদনও করেনি।
ক’দিন আগে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে স্থানীয় প্রশাসন শুভেন্দুর সভার অনুমতি না দেওয়ায়, হাই কোর্টের দ্বারস্থ হয়ে অনুমতি পায় বিজেপি। বাঁকুড়ার কোতুলপুরেও দু’দফায় বাধা পাওয়ার পরে, আদালতের অনুমতি নিয়েই মিছিল ও পথসভা করেন শুভেন্দু। তবে আজ, শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়
শুভেন্দুর সভার অনুমতি নিয়ে জটিলতা হয়নি। আগামী ১৫ ডিসেম্বর হলদিয়ার হেলিপ্যাড ময়দানে শুভেন্দুর সভার অনুমতিও
ইতিমধ্যে মিলেছে।
শঙ্কর দাবি করেন, ‘‘বাড়ির মালিকেরা আমাদের বলছেন, ‘আমাদের সমস্যা বুঝতে চেষ্টা করুন’। কাউকে বিব্রত করতে চাই না। কেন্দ্রীয় সংস্থার কোনও ভবনে আমাদের কর্মসূচি করার চেষ্টা করছি।’’