TMC

‘আমি প্রতিপক্ষের নেতা, পারলে দল ভাঙিয়ে দেখান’, চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ০৬:২৮
Share:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

দল ভাঙানোর প্রশ্নে এ বার তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল বিজেপি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার বলেছিলেন, বিজেপির বেশ কিছু বিধায়ত তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন। কাকে দলে নেওয়া হবে বা হবে না, সেই বিষয়ে দল পরে সিদ্ধান্ত নেবে। অভিষেক সোমবারও দাবি করেছেন, বিজেপির বিধায়কেরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ দিন দিল্লিতে মন্তব্য করেছেন, ‘‘এই খেলা তৃণমূল শুরু করেছিল। এখন বিরোধী দল বিজেপি, প্রতিপক্ষের নেতা শুভেন্দু অধিকারী! চ্যালেঞ্জ করছি, দল ভাঙিয়ে দেখান! দলত্যাগ-বিরোধী আইন আছে আর সেটা কী ভাবে কাজে লাগাতে হয়, তা-ও জানা আছে।’’ একই সুরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও কলকাতায় বলেছেন, ‘‘চ্যালেঞ্জ করেই বলছি, আমাদের বিধায়কদের ভাঙিয়ে দেখাক। তৃণমূলের নেতারা ওই রকম অনেক কথাই বলেন।’’ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ফের পাল্টা জাবি করেছেন, ‘‘বিজেপির ৭-৮ জন বিধায়ক এবং তিন জন সাংসদ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। দেখুন, কী হয়!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement