Bhabanipur Bypoll

Bhabanipur Bypoll: মদন আছেন কোথায়, বুথে না বিছানায়? পদ্মপ্রার্থী বলছেন বুথে, এজেন্ট বলছেন ঘুমে

বিজেপি প্রার্থী ও তাঁর নির্বাচনী এজেন্টের মন্তব্যে বিভ্রান্তি। প্রিয়ঙ্কার দাবির উল্টো দাবি করলেন তাঁর এজেন্ট সজল ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১০:০৩
Share:

মদন কোথায়? গ্রাফিক— শৌভিক দেবনাথ।

মদন মিত্র কোথায়? এবার তা নিয়েই ভিন্নমত বিজেপি প্রার্থী ও তাঁর এজেন্টের। প্রার্থী প্রিয়ঙ্কার দাবি, মদন বুথ দখলের চেষ্টা করছেন আর তাঁর এজেন্ট সজল ঘোষের দাবি, মদনের এখনও ঘুমই ভাঙেনি। ঘুম ভাঙলে কী হবে বলা মুশকিল।

Advertisement

ভবানীপুরের বিজেপি প্রার্থী অভিযোগ করেছিলেন, কলকাতা পুরসভার ৭২ নম্বর ওয়ার্ডে মদন মিত্র বুথ দখলের চেষ্টা করছেন।

কিন্তু তাঁরই নির্বাচনী এজেন্ট সজল ঘোষ দাবি করলেন, এখনও পর্যন্ত ঠিকঠাক ভোট চলছে। তিনি বলেন,‘‘মদন মিত্রের ঘুম ভাঙলে কী হবে জানি না।’’
ভবানীপুর উপনির্বাচনের সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা। এসএসকেএম হাসপাতাল এলাকায় ভিড় নিয়ে অভিযোগ জানান তিনি। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কেন দোকান খোলা, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রিয়ঙ্কার অভিযোগের প্রেক্ষিতে ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement