বিধায়কদের আসন নিয়ে আর্জি স্পিকারকে

ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ীই স্পিকারের কাছে তাদের বিধায়কদের পাশাপাশি বসতে দেওয়ার আর্জি জানায় বিজেপির পরিষদীয় দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৯ ০২:২৮
Share:

বিধানসভায় তাদের ছয় নির্বাচিত বিধায়ককে পাশাপাশি বসতে দেওয়ার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাল বিজেপির পরিষদীয় দল। সোমবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক হয়। সেখানে অবশ্য অন্য দল থেকে বিজেপিতে যোগ দেওয়া সাত বিধায়ক ছিলেন না। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ীই স্পিকারের কাছে তাদের বিধায়কদের পাশাপাশি বসতে দেওয়ার আর্জি জানায় বিজেপির পরিষদীয় দল। এখন বিজেপির পরিষদীয় নেতা মনোজ টিগ্গা, হবিবপুর ও দার্জিলিঙের বিধায়ক জোয়েল মুর্মু এবং নীরজ জিম্বা পাশাপাশি বসেন। আর বিজেপির সচেতক স্বাধীন সরকার, ভাটপাড়া এবং কৃষ্ণগঞ্জের বিধায়ক পবন সিংহ এবং আশিস বিশ্বাস অন্য একটি বেঞ্চে পাশাপাশি বসেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement