প্রতীকী ছবি—পিটিআই।
সরকারি ভাবে না হলেও বার্ড ফ্লু সংক্রমণ নিয়ে রাজ্যে সতর্কতা জারি করল স্বাস্থ্যভবন। দেশের ১০টি রাজ্যে ইতিমধ্যেই বার্ড ফ্লু ছড়িয়েছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি রাজস্থান এবং দিল্লিতে। দিল্লিতে ইতিমধ্যেই খোলাবাজারে মুর্গির মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ঘটনাচক্রে, এখনও পর্যন্ত বার্ড ফ্লু-র প্রকোপ দক্ষিণ, পশ্চিম এবং উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যেই সীমাবদ্ধ। পূর্ব ভারতে এখনও সে ভাবে এর প্রকোপ দেখা দেয়নি। তবে তার আগে থেকেই সতর্ক হয়েছে রাজ্য সরকার।
করোনাভাইরাসের রেশ কাটতে এখনও বহুদিন। টিকা এসে গেলেও তা কবে আমজনতার কাছে পৌঁছবে, তা নিয়ে বিভিন্ন জল্পনা রয়েছে। তার মধ্যেই হানা দিয়েছে বার্ড ফ্লু। কেরল, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে পাখিদের মধ্যে এই রোগ ক্রমশ ছড়াচ্ছে। যা নিয়ে গভীর উদ্বেগে রাজ্যগুলির প্রশাসন। যে ১০টি রাজ্যে বার্ড ফ্লু-র প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি দিল্লি এবং রাজস্থানের। সেই নিরিখেই পশ্চিমবঙ্গেও মৌখিক সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, গোটা দেশে পোলট্রি-নির্ভর অর্থনীতির পরিমাণ প্রায় ৮০ হাজার কোটি টাকা। প্রতি মাসে বিক্রি হয় ৩০ কোটি ডিম এবং ৯০০ কোটি মুর্গি। সারা দেশে প্রায় তিন কোটি মানুষ ওই পোলট্রি অর্থনীতির উপর নির্ভরশীল। অর্থাৎ, পোলট্রির উপর নির্ভর করে দেশের তিন কোটি মানুষ তাঁদের জীবিকা নির্বাহ করেন। বার্ড ফ্লু-র প্রকোপে তাঁরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এখন দেখার, পশ্চিমবঙ্গ-সহ পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে বার্ড ফ্লু পরিবাহিত হয়ে এলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়!