Mamata Banerjee

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর প্রশংসায় বীরভূমের পুলিশকর্তা

এ ছাড়াও জেলার একাধিক অনুষ্ঠানে পুলিশ সুপারের মুখে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ০৬:৫৫
Share:

ফাইল চিত্র।

পুলিশ সুপারের পরে এসডিপিও। আরও একবার মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা গেল বীরভূমের পুলিশ আধিকারিকের মুখে।

Advertisement

বৃহস্পতিবার বোলপুর পুরসভার ‘মা ক্যান্টিন’-এর উদ্বোধনে এসে এসডিপিও (বোলপুর) অভিষেক রায় বলেন, ‘‘মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই ক্যান্টিন। এর নামের সাথে মা যুক্ত হয়ে আছে। মায়ের স্নেহের পরশ যেন তাতে থাকে।’’ গত সপ্তাহে সাঁইথিয়ার ‘আপনার পাড়ায় আপনার থানা’ কর্মসূচিতে গিয়ে জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
প্রশংসা করে বলেছিলেন, ‘‘গত সরকারে পুলিশ ছিল শাসকের ভূমিকায়। আর ২০১১ সালে মা মাটি মানুষের সরকারের পুলিশের মানসিকতার পরিবর্তন হয়েছে। পুলিশ এখন মানবিকও।’’

এ ছাড়াও জেলার একাধিক অনুষ্ঠানে পুলিশ সুপারের মুখে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। এ বার তা শোনা গেল এসডিপিও-এর মুখেও। মুখ্যমন্ত্রীর পাশাপাশি বোলপুর পুরসভার বর্তমান প্রশাসক বোর্ডের প্রশংসা করতে দেখা যায় এসডিপিও-কে। বিধানসভা ভোটের ফল প্রকাশের পরেই পুরসভার মুখ্য প্রশাসকের পদে বদল হয়েছে বোলপুরে। বর্তমান প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পর্ণা ঘোষ জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দলীয় নেতা সুদীপ্ত ঘোষের স্ত্রী। এ দিন অভিষেকবাবু বলেন, ‘‘আমি এখানে দু’বছরের বেশি রয়েছি। এই পুরসভাকে এত দিন শীতঘুমে দেখে এসেছি। এদের ঘুম ভাঙছিল না। ঘুম থেকেজেগে ওঠার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনার খুব ভালো কাজ করছেন, এবার মনে হচ্ছে একটা পুরসভা আছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement