Biman Bose

নিচু তলায় কাজের আহ্বান বিমানের

যদুবাবুর বাজার এলাকায় সিপিএমের ভবানীপুর ১ এরিয়া কমিটির নতুন দফতর উদ্বোধন হয়েছে বুধবার। ভবানীপুর এলাকার পাঁচটি ওয়ার্ডকে নিয়ে এই এরিয়া কমিটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ০৫:৫৫
Share:

ভবানীপুরে নতুন দলীয় কার্যালয়ে বিমান বসু ও সিপিএমের কলকাতা জেলা নেতৃত্ব। —নিজস্ব চিত্র।

দলের কর্মীদের নিচুতলায় গিয়ে আরও বেশি কাজ করা এবং এলাকার মানুষকে সংগঠিত করার ডাক দিলেন প্রবীণ সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যদুবাবুর বাজার এলাকায় সিপিএমের ভবানীপুর ১ এরিয়া কমিটির নতুন দফতর উদ্বোধন হয়েছে বুধবার। ভবানীপুর এলাকার পাঁচটি ওয়ার্ডকে নিয়ে এই এরিয়া কমিটি। এই নতুন দফতর থেকেই কাজ করবে এরিয়া কমিটি।

Advertisement

নতুন দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে যদুবাবুর বাজারে সিপিএমের সভায় বিমান বসু। —নিজস্ব চিত্র।

নতুন দফতরটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশ থেকে বিমান ওই বার্তা দিয়েছেন। উপস্থিত ছিলেন দলের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, সুদীপ সেনগুপ্ত প্রমুখ। সমাবেশ থেকে সরকারি হাসপাতালে ‘জাল’ ওষুধের কারবার, দালাল-চক্র, মূল্যবৃদ্ধি, নারী নির্যাতন-সহ নানা বিষয়েও সরব হয়েছেন নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement