সেলফি নয়, চারপাশ জানো, বোঝো: বিমান

পঞ্চাশ বছর আগে ১৭ অগস্ট দমদমে পথচলা শুরু করেছিল এসএফআই। তারই ৫০ বছর পূর্তিতে শনিবার দমদমের রবীন্দ্রভবনে উপস্থিত হন বিভিন্ন সময়ে এসএফআই-এর দায়িত্বে থাকা সর্বভারতীয় নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৯ ০১:০৫
Share:

এসএফআইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন সময়ের নেতারা। শনিবার দমদমের রবীন্দ্রভবনে। —নিজস্ব চিত্র।

আত্মকেন্দ্রিকতা ছেড়ে চারপাশে কী ঘটছে, তা জানতে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের পরামর্শ দিলেন এসএফআই-এর প্রথম সাধারণ সম্পাদক তথা বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

Advertisement

পঞ্চাশ বছর আগে ১৭ অগস্ট দমদমে পথচলা শুরু করেছিল এসএফআই। তারই ৫০ বছর পূর্তিতে শনিবার দমদমের রবীন্দ্রভবনে উপস্থিত হন বিভিন্ন সময়ে এসএফআই-এর দায়িত্বে থাকা সর্বভারতীয় নেতারা। বিমানবাবুর পাশাপাশি ওই অনুষ্ঠানে ছিলেন পলিটবুরো সদস্য এম এ বেদী, নীলোৎপল বসু, কেরলের কে এন বালগোপাল, এ কে বালন, সুজন চক্রবর্তী, নেপালদেব ভট্টাচার্য প্রমুখ।

বর্তমান পরিস্থিতিতে থাকলে বিগত ছাত্র নেতারা কী ভাবে তার মোকাবিলা করতেন, তা নিয়েও বর্তমানের ছাত্রছাত্রীদের নিজেদের পরামর্শ, মতামত জানালেন প্রাক্তনরা। ছাত্রদের মুখোমুখি হয়ে বিমানবাবু বলেন, ‘‘আত্মকেন্দ্রীক না হয়ে প্রকৃত মানুষ হওয়ার দিকে নজর দিতে হবে। সেলফি তোলা ছেড়ে চারপাশে কী ঘটছে, তা জানতে হবে, বুঝতে হবে। ছাত্রজীবন থেকেই ভবিষ্যতের রাজনৈতিক পথ তৈরি হয়।’’ এখন দেশের সব রাজ্যেই এসএফআই-এর সংগঠন রয়েছে। সেই সংগঠনকে কাজে লাগানোরও পরামর্শ দেন বিমানবাবু।

Advertisement

৫০ বছর উপলক্ষে দেশজুড়ে এ বার ৫০ লক্ষ গাছ লাগাবে এসএফআই। সংগঠনের দীর্ঘ পথচলার উপরে একটি তথ্যচিত্রও দেখানো হয় এ দিন। গানের একটি অ্যালবামও পুনঃপ্রকাশিত হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement