Biman Basu

রাজনীতির কথা মঠে, ক্ষুব্ধ বিমান

বিজেপি এবং প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেও রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একটি শব্দও খরচ করেননি বিমান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ০২:৩৬
Share:

স্মরণসভায় বাম নেতা নৃপেন চৌধুরী, বিমান বসু, পাশে কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী।

তাঁর দেড় দিনের কলকাতা সফরে এসে বেলুড় মঠকে রাজনীতির ‘আখড়া’ করে তোলা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন বাম সাংসদ মহম্মদ সেলিম। সোমবার, সে প্রশ্ন ফের উঠে এল বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর কথায়। এ দিন, বহরমপুরে এসে দলের সদ্য-প্রয়াত নেতা মৃগাঙ্ক ভট্টাচার্ষের স্মরণ সভায় বিমান বলেন, ‘‘তিনি (প্রধানমমন্ত্রী) বেলুড় মঠকে রাজনীতির আখড়া করলেন কেন, বিজেপি কি জবাব দেবে? মঠ-মন্দির-মসজিদ-গির্জাকে রাজনীতির আখড়া করে তোলার পথ দেখালেন কে?’’ বিজেপি এবং প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেও রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একটি শব্দও খরচ করেননি বিমান। কেন? মঞ্চ থেকে নেমে তাঁর জবাব, ‘‘তৃণমূলের প্রতি কোনও নরম মনোভাব নেই। আমরা চাই, বিজেপি এবং তৃণমূল বিরোধী সবাই এক মঞ্চে শামিল হোক।’’

Advertisement

তবে প্রয়াত বাম নেতার স্মরণসভায় বিমান বসুর পাশেই দেখা যায় স্থানীয় তৃণমূল নেতা সুবোধ দাসকে। ছিলেন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী, এসইউসি-র আনিসুল আম্বিয়া-সহ অনেককেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement