Bikaner–Guwahati Express

Bikaner–Guwahati Express Derailment: ভাইয়ের অন্ত্যেষ্টি সেরে বাড়ি ফেরা হল না, রেল দুর্ঘটনায় নিহত গুয়াহাটির শান্তাদেবী

বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। সেই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Advertisement

পার্থপ্রতিম দাস

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২২ ১১:২৮
Share:

শান্তার দুই ছেলে রোহিত এবং বিজয়। নিজস্ব চিত্র

ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ২৩ ডিসেম্বর জয়পুর রওনা দেন শান্তাদেবী পাটানী। গুয়াহাটির বাসিন্দা শান্তাদেবী ভাইয়ের শেষকৃত্য শেষে ফিরছিলেন বিকানের এক্সপ্রেসে। ঘরে ফেরা হল না তাঁর। গুয়াহাটি থেকে তাঁর সঙ্গে ছিলেন ছোট ভাই ধর্ম চ্যান জৈন। ধরম ছিলেন এসি কোচে। স্লিপার কোচে ছিলেন শান্তাদেবী। ঘটনাস্থলেই মারা যান তিনি। সেই খবর পরিবারকে জানান তাঁর ছোট ভাই ধর্ম।

Advertisement

রাতেই ঘটনাস্থলে রওনা দিয়েছিলেন শান্তার দুই ছেলে রোহিত এবং বিজয়। মাড়োয়াড়ি যুব মঞ্চ-সহ বিভিন্ন সংগঠনের সহায়তায় মায়ের দেহ খুঁজে পান হাসপাতালের মর্গে।

Advertisement

রোহিত বলেন, ‘‘জয়পুর থেকে মা ফিরছিল। হঠাৎ খবর পাই দুর্ঘটনা হয়েছে। মামা খবর দেয়। আমরা দেহ শনাক্ত করেছি। ময়নাতদন্তের পর দেহ পাব।’’ শান্তাদেবীর বড় ছেলে বিজয় বলেন, ‘‘বৃহস্পতিবার সন্ধে ৬টার সময় মামা ফোন করেন। ফোনে সব জানতে পারি। এখানে মাড়োয়াড়ি সমাজ আমাদের খুব সাহায্য করেছে। ওরা না থাকলে মায়ের দেহই শনাক্ত করতে পারতাম না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement