Bhatpara

ভাটপাড়ায় দুই মৃতদেহ রাস্তায় নামিয়ে বিক্ষোভ, নতুন করে উত্তেজনা, ইট, লাঠি, কাঁদানে গ্যাস

কাছারি রোডের দিকে মিছিল এগোতেই পুলিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে তারা।

Advertisement

সিজার মণ্ডল

ভাটপাড়া শেষ আপডেট: ২১ জুন ২০১৯ ১৮:১৫
Share:

শোকমিছিল ঘিরে উত্তপ্ত ভাটপাড়া। নিজস্ব চিত্র।

এ বার শোক মিছিলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। বৃহস্পতিবারের সংঘর্ষে নিহত দু’জনের দেহ নিয়ে শুক্রবার বিকেলে শোক মিছিল বার করে বিজেপি। তখন পৌনে ৫টা। কয়েকশো লোক মিছিলে হাঁটছিলেন। মৃতদেহ মাঝ রাস্তায় নামিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে ছিল বিশাল পুলিশবাহিনী।

Advertisement

কাছারি রোডের দিকে মিছিল এগোতেই পুলিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে তারা। এর পরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের শেল ফাটায়।

উত্তেজিত জনতাকে থামাতে অর্জুন সিংহ ঘটনাস্থলে যান। বিজেপির কর্মী-সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান তিনি। এর পরই শোক মিছিল ধীরে ধীরে কাছারি রোড থেকে ভাটপাড়া হয়ে শ্মশানের দিকে এগিয়ে যায়।

Advertisement

আরও পড়ুন: বেতন কমিশনের রিপোর্ট চূড়ান্ত, সুখবর পুজোর আগেই?

আরও পড়ুন: মারলে পাল্টা মার: দিলীপ, বিজেপিরই দ্বন্দ্ব বললেন জ্যোতিপ্রিয়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement