রাজ্য শাসনের দ্বিতীয় ইনিংস শুরু করার আগেই তিনি জানিয়েছিলেন, যে সমস্ত প্রশাসনিক কর্তাদের নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল ফের ক্ষমতায় এসে তাঁদের আগের জায়গায় ফিরিয়ে আনা হবে। ক্ষমতায় আসার পর সেই মতো নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার নবান্ন ফের এক প্রস্ত তালিকা প্রকাশ করল। সেখানে বেশ কয়েক জন অফিসারকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত ক্ষমতাও পেয়েছেন কেউ কেউ।
যেমন আগেই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছিল ভারতী ঘোষকে। এ বার তাঁর দায়িত্ব আরও বাড়ানো হল। জেলা পুলিশ সুপারের পাশাপাশি ঝাড়গ্রাম পুলিশ জেলারও দায়িত্ব সামলাবেন তিনি। এর আগেও তিনি ওই পদেই ছিলেন। বদলি করা হল বিধানগরের পুলিশ কমিশনারকেও। বিধানগরের সিপি ছিলেন জাভেদ শামিম। তাঁকে সরিয়ে নতুন সিপি হলেন জ্ঞানবন্ত সিংহ। এরই সঙ্গে ব্যারাকপুরের সিপি-র পদ থেকে নীরজ সিংহকে সরিয়ে সেই জায়গায় নিয়ে আসা হল তন্ময় রায়চৌধুরীকে। একই সঙ্গে তিনি দায়িত্ব সামলাবেন উত্তর ২৪ পরগনার এসপি-র দায়িত্বও। আসানসোলের সিপি সিদ্ধিনাথ গুপ্ত-কেও সরানো হয়েছে। সেখানে নতুন সিপি হলেন লক্ষ্মীনারায়ণ মিনা। সরানো হল শিলিগুড়ির পুলিশ কমিশনারকেও। মনোজ বর্মাকে ওই পদ থেকে সরিয়ে আনা হল চেলিং সিমিক লেপচাকে। এক নজরে দেখে নিন কাকে কোথায় পাঠানো হল—
নাম
যে পদে ছিলেন
যে পদে এলেন
সিদ্ধিনাথ গুপ্ত, আইপিএস
সিপি,আসানসোল-দূর্গাপুর
ইন্সপেক্টর জেনারেল অব্ পুলিস অর্গানাইজেশন
লক্ষ্মীনারায়ণ মিনা, আইপিএস
স্পেশাল অ্যাডিশনাল সিপি এবং ট্রাফিক,কলকাতা
সিপি,আসানসোল-দূর্গাপুর
নীরজ কুমার সিংহ, আইপিএস
সিপি, ব্যারাকপুর পুলিস
আইজিপি, ইন্টেলিজেন্স শাখা (বর্ডার)
তন্ময় রায়চৌধুরী, আইপিএস
এসপি, উত্তর ২৪ পরগনা
সিপি, ব্যারাকপুর/ এসপি, উত্তর ২৪ পরগনা (অতিরিক্ত)
মনোজ কুমার বর্মা, আইপিএস
সিপি, শিলিগুড়ি
স্পেশাল আইজি এবং ডিআইজি, ট্রাফিক, পশ্চিমবঙ্গ
চেলিং সিমিক লেপচা, আইপিএস
ডিআইজি,মালদা
সিপি, শিলিগুড়ি
জ্ঞানবন্ত সিংহ, আইপিএস
আইজিপি, ওয়েস্টার্ন জোন
সিপি, বিধাননগর
জাভেদ শামিম, আইপিএস
সিপি, বিধাননগর
ডিরেক্টর, ইকোনমিক অফেন্সেস্ উইং
ভাস্কর মুখোপাধ্যায়, আইপিএস
ডিসি, ইএসডি, কলকাতা
এসপি, উত্তর ২৪ পরগনা
দেবস্মিতা দাস, আইপিএস
ডিসি, ডিডি, স্পেশাল, কলকাতা
ডিসি, ইএসডি, কলকাতা
সুখেন্দু হীরা, আইপিএস
এসপি, ঝাড়গ্রাম
ডিসি, এসবি, বিধাননগর পুলিশ কমিশনারেট
ভারতী ঘোষ, আইপিএস
এসপি, পশ্চিম মেদিনীপুর
এসপি, পশ্চিম মেদিনীপুর/ এসপি, ঝাড়গ্রাম
জয় বিশ্বাস, আইপিএস
ডিসি, এসবি, বিধাননগর পুলিশ কমিশনারেট
ডিসি, ডিডি, স্পেশাল, কলকাতা
তমাল বসু, আইপিএস
ডিআইজি, ট্রাফিক, পশ্চিমবঙ্গ
ডেপুটি আইজিপি, রেলওয়েজ, পশ্চিমবঙ্গ
প্রশান্ত কুমার চৌধুরী, আইপিএস
অতিরিক্ত এসপি(রুরাল), বর্ধমান
ডিওয়াই, সিও, এসএপি টুয়েলভথ্
অজেয় মুকুন্দ রানাডে, আইপিএস
আইজিপি, দক্ষিণবঙ্গ
আগের দায়িত্বের পাশাপাশি পশ্চিম জোনের আইজিপি’র কাজও সামলাবেন।
সুব্রত কুমার মিত্র, আইপিএস
ডিআইজি, প্রেসিডেন্সি রেঞ্জ
আগের দায়িত্বের পাশাপাশি হুগলির এসপি’র কাজও সামলাবেন।
আরও পড়ুন: মাতঙ্গের জামিন খারিজ সুপ্রিম কোর্টে