RG Kar Medical College And Hospital Incident

স্টলে ভাই-বোনের ফোঁটা, দাবি বিচারের

স্টলগুলিতে ছিল সুভাষচন্দ্র বসু সংক্রান্ত নানা বইপত্র। ‘তিলোত্তমা হত্যার বিচার চাই’, ‘নেতাজির এই বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’, এমন নানা স্লোগান লেখা ব্যানারও টাঙানো হয়েছিল স্টলগুলিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ০৬:১৫
Share:

ফরওয়ার্ড ব্লকের স্টলে আর জি করের নির্যাতিতাকে স্মরণ। —নিজস্ব চিত্র।

আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে ও নিহত নির্যাতিতার স্মৃতিতে দীপাবলি উপলক্ষে দেওয়া বইয়ের স্টলে প্রদীপ, মোমবাতি জ্বালানো এবং ভাইফোঁটার কর্মসূচি নিল ফরওয়ার্ড ব্লক। উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে তারা মোট ১৪টি স্টল দিয়েছিল। সেগুলিতেই পথচলতি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রবিবার মোমবাতি জ্বালান এবং ভাইফোঁটা দিয়েছেন দলের কর্মীরা।

Advertisement

স্টলগুলিতে ছিল সুভাষচন্দ্র বসু সংক্রান্ত নানা বইপত্র। ‘তিলোত্তমা হত্যার বিচার চাই’, ‘নেতাজির এই বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’, এমন নানা স্লোগান লেখা ব্যানারও টাঙানো হয়েছিল স্টলগুলিতে। ফ ব-র উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথায়, ‘‘উৎসবের মধ্যেও বাংলার ভাই-বোনেরা তাঁদের ডাক্তার-দিদির জন্য বিচারের দাবি ভোলেননি, দীপাবলি এবং ভাইফোঁটায় সেটাই বোঝা গেল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement