akhilesh yadav

বাংলার আইনশৃঙ্খলা উত্তরপ্রদেশের চেয়ে ভাল, মত অখিলেশের

কলকাতায় এসে প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন অখিলেশ। কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক শক্তির সমন্বয় বাড়িয়ে বিজেপির মোকাবিলার কৌশলে মমতা এবং অখিলেশেরে সুর এক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ মার্চ ২০২৩ ০৭:৫০
Share:

কলকাতায় সমাজবাদী পার্টির জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে অখিলেশ যাদবেরা। নিজস্ব চিত্র।

বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরপ্রদেশের চেয়ে ভাল বলে মন্তব্য করলেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা অখিলেশ যাদব। কলকাতায় সমাজবাদী পার্টির জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক ছিল। ই এম বাইপাসের ধারে একটি অভিজাত হোটেলে দু’দিনের দলীয় বৈঠকের পরে রবিবার বাংলার পরিস্থিতি সংক্রান্ত প্রশ্নের জবাবে অখিলেশ বলেছেন, ‘‘অন্তত এখানকার অবস্থা উত্তররপ্রদেশের চেয়ে ভাল। বিজেপি কী করতে পারে, সেটা বুঝতে হলে বিজেপি-শাসিত রাজ্যের পরিস্থিতি দেখতে হবে। আমি উত্তরপ্রদেশ থেকে আসছি, তাই এটা জানি।’’ এই সূত্রেই তাঁর আরও মন্তব্য, ‘‘উত্তরপ্রদেশে ভুয়ো সংঘর্ষ ঘটানো হয়। আর সেখানে গুলি কারও হাঁটুর নীচে লাগে না! সবই উপরের দিকে!’’

Advertisement

কলকাতায় এসে প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন অখিলেশ। কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক শক্তির সমন্বয় বাড়িয়ে বিজেপির মোকাবিলার কৌশলে মমতা এবং অখিলেশেরে সুর এক। বাংলায় তৃণমূল সরকার তথা শাসক দলের বিরুদ্ধে নিয়োগ-সহ নানা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আছে। সেই বিষয়ে তাঁদের কী বক্তব্য? সরাসরি মন্তব্য এড়িয়ে অখিলেশ এ দিন বলেন, ‘‘জানতাম, বাংলায় এলে এই রকম প্রশ্নের মুখে পড়তে হবে। আমাদের বক্তব্য, এই নিয়ে মামলা চলছে। আদালতে রাজ্য সরকার নিশ্চয়ই তাদের বক্তব্য জানাবে।’’ রাজনৈতিক কৌশল নিয়ে মমতার সঙ্গে আলোচনা হলেও জাতসংক্রান্ত জনসমীক্ষার দাবি নিয়ে তাঁদের কোনও কথা হয়নি বলে অখিলেশ জানান। তাঁর বক্তব্য, ‘‘দক্ষিণ ভারতের একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে।’’ গত লোকসভা ভোটের আগে ১৯টি অ-বিজেপি দলকে নিয়ে কলকাতায় বড় সমাবেশ করেছিলেন মমতা। এ বার কি তেমন কোনও সমাবেশ হবে? অখিলেশের বক্তব্য, এখনও এ সব কিছুই বলার সময় আসেনি। বাংলায় মমতা, বিহারে নীতীশ কুমার বা তেলঙ্গানায় কে চন্দ্রশেখর রাওয়ের মতো একাধিক নেতা-নেত্রী বিজেপি-বিরোধী জোট গড়ার কথা বলেছেন। সব প্রয়াস কোথায় গিয়ে মিলবে, তা এখনও বলার পরিস্থিতি আসেনি। সিপিএমের সঙ্গে আলোচনার প্রশ্নে অখিলেশ বলেছেন, ‘‘আগের চেয়ে শক্তি কমে গেলেও সিপিএম বড় দল। ওরা কী ভাবছে, কী করতে চায়, আগে দেখা যাক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement