Weather Update

দার্জিলিংয়ে ৩ ডিগ্রি, কলকাতায় ১২.৭, ৩ ফেব্রুয়ারি পর্যন্ত শীতের আমেজ রাজ্যে

কলকাতার পাশাপাশি, জেলাগুলিতেও এক ধাক্কায় তাপমাত্রা নেমে গিয়েছে অনেকটা। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ১২:২০
Share:

ফের নামল পারদ। —ফাইল চিত্র।

ডিসেম্বর জুড়ে লুকোচুরি খেললেও, জানুয়ারির শেষে রীতিমতো স্লগ ওভারের ব্যাটিং চালিয়ে যাচ্ছে শীত। শুক্রবার কলকাতায় তাপমাত্রার পারদ আরও কিছুটা নামল। বৃহস্পতিবার শহরের তাপমাত্রা যেখানে ১৩ ডিগ্রি সেলসিয়াস ছিল, শুক্রবার তা আরও কমে ১২.৭ ডিগ্রি হয়েছে, স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। তা-ও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কমই। কলকাতার পাশাপাশি, জেলাগুলিতেও এক ধাক্কায় তাপমাত্রা নেমে গিয়েছে অনেকটা। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রিতে।

Advertisement

শিলিগুড়ি এবং কোচবিহারে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলপাইগুড়িতে। বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রাজ্য জুড়েই শীতের আমেজ বজায় রয়েছে।

পারদের ওঠানামা বজায় থাকলেও, আগামী কয়েক দিন রাজ্যে শীত ভালই ব্যাটিং করবে বলে মনে করছেন আবহবিদরা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা, কিন্তু ফের পারদ পতন ঘটবে। এখনই বিদায় নেওয়া তো দূর, কমপক্ষে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডা থাকবে রাজ্যে। তার পর থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। উত্তুরে হাওয়ার দাপটও কমবে ধীরে ধীরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement