অবস্থান: শান্তিপূর্ণ ভোটের দাবিতে নির্বাচন কমিশনের সামনে বামেদের বিক্ষোভে। শুক্রবার। ছবি: সুদীপ ঘোষ।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে সংঘর্ষ যত বাড়ছে, ততই জোরালো হচ্ছে বিরোধীদের যৌথ প্রতিবাদের ডাক। রাজ্য নির্বাচন কমিশনের সামনে ধর্না দিতে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র শুক্রবার ইঙ্গিত দিয়েছেন, বিজেপি আক্রান্ত হলেও পাশে থাকবে বামেরা। গাঁধীমূর্তির নীচে অবস্থান-মঞ্চ থেকে কংগ্রেস, বামেদের সঙ্গে নিয়ে যৌথ প্রতিরোধের কথা বলেছেন বিজেপি নেতা মুকুল রায়ও। দু’জায়গা থেকে সূর্যবাবু এবং মুকুলবাবু দু’জনেই শাসক দলকে চ্যালেঞ্জ করেছেন, বিডিও দফতর থেকে পুলিশ সরিয়ে ময়দানে আসুন!
শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে এ দিন কমিশনের সামনে অবস্থান বিক্ষোভ ছিল ১৭ বাম দলের। সেখানেই সূর্যবাবু বলেন, ‘‘বিজেপি আক্রান্ত হচ্ছে, সন্দেহ নেই। যে সব জায়গায় বিজেপি’র জন্য তৃণমূলে ভাঙন হতে পারে, সেখানেই আক্রমণ হচ্ছে। আর যেখানে বামেরা শক্তিশালী, সেখানে অবাধে মনোনয়ন জমা দিচ্ছে বিজেপি। তা সত্ত্বেও যে কেউ আক্রান্ত হলে আমরা ময়দানে থাকবে।’’ সূর্যবাবুর বক্তৃতার অব্যবহিত আগেই ধর্নাস্থলে মিছিল করে আসে কংগ্রেস। পরে বিমান বসুর নেতৃত্বে বাম এবং মনোজ চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধিদল রাজ্য নির্বাচন কমিশনার এ কে সিংহের সঙ্গে দেখা করে। বামেদের অবস্থানের মাঝেই কমিশনে প্রতিনিধিদল নিয়ে আসেন মুকুলবাবু।
বিক্ষোভ সমাবেশ থেকে চাঁছাছোলা ভাবে সূর্যবাবু বলেছেন, ‘‘ভোট বয়কট করলে আমরা শান্তিতে থাকতে পারতাম। তা শশ্মানের শান্তি হবে। কিন্তু মাথা নিচু করে বাঁচা যায় না!’’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী টুইট করেছেন, তৃণমূলের গুন্ডা এবং পুলিশের যৌথ আক্রমণে কংগ্রেসকর্মীদের মাথা নোয়ানো যাবে না। কমিশনারের উদ্দেশে সূর্যবাবুর হুঁশিয়ারি, ‘‘শিরদাঁড়া সোজা রাখুন!’’ দিল্লিতে এ দিন ছয় বাম দলকে নিয়ে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছেন সীতারাম ইয়েচুরিরা।
আরও পড়ুন: মনোনয়ন সুষ্ঠু করতে বলল কোর্ট
গাঁধীমূর্তির অবস্থানে বিজেপি-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ বলেন, ‘‘কমিশন ঠুঁটো জগন্নাথ। এখনও সময় আছে, কেন্দ্রীয় বাহিনী আনুন!’’ শিক্ষা জগতের অচিন্ত্য বিশ্বাস, অভিজিৎ চক্রবর্তী, তনভির নাসরিনেরাও সাংবাদিক সম্মেলনে তৃণমূলের হিংসার বিরুদ্ধে মুখ খুলেছেন। আর তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কটাক্ষ করেছেন, ‘‘আমরা নাকি মনোনয়ন জমা দিতে দিচ্ছি না! তা হলে কি ভূতেরা জমা দিচ্ছে? আসলে কোথাও জমি পাচ্ছে না বলে বিজেপি গাঁধীমূর্তিতে ধর্না দিচ্ছে আর বামেরা কমিশনে।’’