প্রতীকী ছবি।
শহর কলকাতার নারী-সুরক্ষার জন্য রয়েছে ‘সেফ সিটি’ প্রকল্প। এ বার রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে আপৎকালীন অভিযোগ গ্রহণ ও সাহায্যের জন্য বিশেষ অভিযোগ কেন্দ্র তৈরির প্রস্তুতি চালাচ্ছে রাজ্য।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, পরিকল্পনা অনুযায়ী কলকাতা বাদ দিয়ে রাজ্যের বাকি এলাকার জন্য সল্টলেকে একটি কলসেন্টার গড়ে তোলা হচ্ছে। সেটির সঙ্গে জেলাগুলির সরাসরি যোগাযোগ থাকবে। বিপদে পড়ে কেউ জেলার যে-কোনও প্রান্ত থেকে কলসেন্টারে সাহায্য চাইতে, অভিযোগ জানাতে পারবেন। সংশ্লিষ্ট এলাকার পুলিশ-প্রশাসনকে তা জানিয়ে দেওয়া হবে। ঘটনাস্থলের সব চেয়ে কাছে থাকা পুলিশ বা তাদের ভ্রাম্যমাণ গাড়ি আক্রান্তকে সাহায্য করবে। জিপিএস প্রযুক্তিতে বিষয়টি যুক্ত থাকায় খবর পাওয়ার কত ক্ষণের মধ্যে পুলিশ অকুস্থলে পৌঁছচ্ছে, পুলিশকর্তারা তা জানতে পারবেন। এই কলসেন্টারের জন্য পৃথক টোল-ফ্রি নম্বর থাকবে।
পুলিশি সূত্রের খবর, সেফ সিটি প্রকল্পে তিন বছরের জন্য ১৮১ কোটির কিছু বেশি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। তার মধ্যে ৬০% অর্থ নির্ভয়া তহবিল থেকে দেবে কেন্দ্র। বাকি ৪০% টাকা দেবে রাজ্য। কিন্তু এই প্রকল্প শহরকেন্দ্রিক। জেলাগুলিতে এই পরিকাঠামোর সুবিধা নেই। নতুন পরিকল্পনা অনুযায়ী জেলা পুলিশ-প্রশাসনের পরিকাঠামো বাড়ানো হবে। এক পুলিশকর্তা বলেন, ‘‘শহরের জন্য সেফ সিটি প্রকল্পে মহিলাদের জন্য বিশেষ বাহিনী, গুরুত্বপূর্ণ প্রায় সব জায়গায় সিসি ক্যামেরা-সহ প্রযুক্তিগত বিভিন্ন সুবিধা রয়েছে। সেফ সিটি প্রকল্পের জন্য বিশেষ তহবিলও রয়েছে কেন্দ্র ও রাজ্যের। কিন্তু রাজ্যের জেলাগুলির জন্য এমন ব্যবস্থা এত দিন ছিল না। সেই জন্য এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে।’’
আরও পড়ুন: সম্পত্তিকর আদায় বাড়াতে পুর ভাবনা
এই পরিকল্পনার রূপরেখা চূড়ান্ত হয়ে গেলে কলসেন্টারের জন্য পৃথক ভাবে কর্মী নিয়োগের পথে এগোবে রাজ্য। তবে সরকারি ভাবে প্রশাসনের কেউ এই বিষয়ে মুখ খুলতে চাননি।