Md Selim

ডিজিটাল যুদ্ধে নতুন অ্যাপ আনল সিপিএম

আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরে বুধবার ‘লেফ্‌ট স্কোয়াড’ নামে নতুন অ্যাপটির সূচনা করেছেন পলিটব্যুরো সদস্য ও রাজ্যে দলের ডিজিটাল শাখার আহ্বায়ক মহম্মদ সেলিম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২০ ০৫:৪২
Share:

সিপিমের নতুন অ্যাপ সূচনা করছেন মহম্মদ সেলিম। নিজস্ব চিত্র।

বিধানসভা ভোটের কয়েক মাস আগে এ বার নিজেদের নতুন অ্যাপ চালু করল বঙ্গ সিপিএম। মাঠে-ময়দানে লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক যুদ্ধ এখন অনেকটাই ঘটে চলেছে ডিজিটাল মাধ্যমে। বিশেষত, করোনা আবহে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমে সক্রিয়তা বাড়ানোর সঙ্গে সঙ্গেই সিপিএমের নতুন প্রযুক্তিগত হাতিয়ার হল নতুন অ্যাপ।

Advertisement

আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরে বুধবার ‘লেফ্‌ট স্কোয়াড’ নামে নতুন অ্যাপটির সূচনা করেছেন পলিটব্যুরো সদস্য ও রাজ্যে দলের ডিজিটাল শাখার আহ্বায়ক মহম্মদ সেলিম। দলের স্বেচ্ছাসেবক ও বিশেষজ্ঞেরাই এই অ্যাপটি তৈরি করেছেন, বাইরের কোনও সংস্থার সাহায্য নেওয়া হয়নি। সেলিম জানান, বিজেপি বিপুল অর্থ খরচ করে আইটি সেল চালাচ্ছে। তৃণমূলের ডিজিটাল মাধ্যমের কাজ করে দিচ্ছে মূলত পি কে-র টিম। তাঁরা সেখানে নিজস্ব বাহিনী দিয়েই এই কাজ চালাতে চাইছেন। নতুন প্রজন্মের শিক্ষিত স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছেন তিনি। সেলিমের বক্তব্য, ‘‘এই অ্যাপের উদ্দেশ্য থাকবে সাধারণ জনগণের অব্যক্ত যন্ত্রণা ও দুরবস্থার কথা ব্যক্ত করা। করোনা আবহে আরও বেশি করে মানুষের কাছে চিকিৎসা, স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা পৌঁছে দিতে চাই আমরা। দুর্গতদের কাছে সাধ্যমতো সহায়তা পৌঁছে দেওয়ার কাজ পরিচালনা করতেও এই অ্যাপ প্রয়োজনীয় হবে।’’ কোনও লাভজনক উদ্যোগ এখানে নেই জানিয়ে সক্ষম মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদনও করা হয়েছে সিপিএমের তরফে। প্রাক্তন সাংসদ হিসেবে সেলিম নিজেও এ দিন ৫ লক্ষ টাকা দিয়েছেন এই প্রকল্পে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement