কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।—ছবি পিটিআই।
করোনা-সংক্রমণ ঠেকানোর মাস্কের কালোবাজারি হচ্ছে বলে অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের পদত্যাগ দাবি করল কংগ্রেস। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ ফাঁড়ি ও সংলগ্ন এলাকার বেশ কিছু ওষুধের দোকানে শনিবার তারা মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে খোঁজ নেয় এবং সাধারণ মানুষের সঙ্গেও কথা বলে। পরে কংগ্রেসের তরফে আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, ‘‘ডোনাল্ড ট্রাম্পকে আনতে ১০০ কোটি টাকা খরচ হচ্ছে। অথচ করোনার সংক্রমণ ঠেকাতে কেন্দ্রের উদ্যোগের অভাব আছে। তারা কেন বিনা মূল্যে মাস্ক এবং স্যানিটাইজার বিলি করছে না? মাস্কের কালোবাজারিই বা বন্ধ করছে না কেন? এই ব্যর্থতার জন্য আমরা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ইস্তফা চাইছি।’’