Coronavirus

বেলুড় মঠ খুলছে, তবে বন্ধ মায়ের বাড়ি

মঠে প্রবেশের জন্য মাস্ক বাধ্যতামূলক। শরীরের তাপমাত্রাও ৯৯ ডিগ্রি ফারেনহাইটের কম থাকতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২০ ০৩:৩০
Share:

ফাইল চিত্র

পূর্ব ঘোষণা মতো আজ, সোমবার থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলছে বেলুড় মঠের দরজা। লকডাউনের জেরে গত ২৫ মার্চ থেকে বন্ধ ছিল মঠ। ৮২ দিন পরে তা আবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হল।

Advertisement

রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান, এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জনসাধারণের জন্য মঠ খোলা থাকবে। তবে করোনা সংক্রমণ ঠেকাতে ভক্ত ও দর্শনার্থীরা শরীরের তাপমাত্রা পরীক্ষার পরে একগুচ্ছ নিয়ম মেনে শুধুমাত্র রামকৃষ্ণদেবের মন্দির (মূল মন্দির), ব্রহ্মানন্দ মন্দির, সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের সমাধি-মন্দির দর্শন করতে পারবেন। মঠে প্রবেশের জন্য মাস্ক বাধ্যতামূলক। শরীরের তাপমাত্রাও ৯৯ ডিগ্রি ফারেনহাইটের কম থাকতে হবে।

তবে আজ থেকে জনসাধারণের জন্য বেলুড় মঠ খুললেও বন্ধ থাকছে বাগবাজারে শ্রীশ্রী মায়ের বাড়ি এবং উদ্বোধন কার্যালয়ের সব বিভাগ। রামকৃষ্ণ মঠ, বাগবাজার সূত্রের খবর, বর্তমানে করোনা সংক্রমণের প্রকোপ বৃদ্ধি, মায়ের বাড়িতে স্বল্প পরিসর জায়গা, মঠে ঢোকার সঙ্কীর্ণ গলি প্রমুখ কারণে এবং সর্বোপরি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে আগামী ৩০ জুন পর্যন্ত এই দর্শনস্থল বন্ধ থাকবে। রামকৃষ্ণ মঠ, বাগবাজারের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ বলেন, ‘‘শ্রীশ্রী মায়ের মন্দির ও উদ্বোধন কার্যালয় খোলার পরবর্তী দিন স্থির হলে সকলকে জানিয়ে দেওয়া হবে।’’

Advertisement

আরও পড়ুন: পরীক্ষায় প্রস্তুত নন অনেকে, বলছে সমীক্ষা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement