রাজ্যের তথ্য যাচাইয়ের দাবি

দুর্গাপুরে বিজেপির চিন্তন বৈঠকে রবিবার ঠিক হয়েছে, কেন্দ্রকে অনুরোধ করা হবে, রাজ্য সরকারকে ওই পুরস্কার দেওয়ার আগে তারা যেন তাদের পাঠানো তথ্য যাচাই করে নেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৯ ০৩:২৯
Share:

প্রতীকী ছবি।

বিভিন্ন প্রকল্পে সাফল্যের জন্য রাজ্য সরকারকে পুরস্কার দেওয়ার আগে তথ্য যাচাই করার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করবে রাজ্য বিজেপি। রাজ্য সরকারের পাঠানো তথ্যের ভিত্তিতে একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে সাফল্যের জন্য রাজ্যকে পুরস্কার দিয়েছে কেন্দ্র।

Advertisement

দুর্গাপুরে বিজেপির চিন্তন বৈঠকে রবিবার ঠিক হয়েছে, কেন্দ্রকে অনুরোধ করা হবে, রাজ্য সরকারকে ওই পুরস্কার দেওয়ার আগে তারা যেন তাদের পাঠানো তথ্য যাচাই করে নেয়। কারণ, বৈঠকে অনেক নেতা অভিযোগ করেছেন, রাজ্য সরকারের দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবের মিল যাচাই না করার ফলে অনেক ক্ষেত্রে ‘অন্যায়’ ভাবে প্রশংসা পাচ্ছে রাজ্য। আর তার ফলে রাজ্যের ‘ব্যর্থতা’র কথা তুলে ধরতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বিজেপি নেতাদের।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘খাতায় কলমে রাজ্য সাফল্য দেখিয়ে দিচ্ছে। অথচ মানুষ সুবিধা পাচ্ছেন না। সুতরাং, পুরস্কারের আগে বাস্তব চিত্র খতিয়ে দেখা দরকার।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement