—ফাইল চিত্র।
সন্দেশখালিতে বিক্ষোভ ফেটে পড়ার পরেই শাহজাহান শেখের শাগরেদ শিবপ্রসাদ হাজরার বাড়ি, ফার্ম হাউস জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় গ্রেফতার হওয়া আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত।
শিবুর ম্যানেজার ভানু মণ্ডলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল আয়েশাকে। রবিবার তাঁকে আদালতে হাজির করিয়ে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে চায় পুলিশ। কিন্তু বিচারক ধৃতের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। সন্দেশখালির নেতা শিবুও গ্রেফতার হয়েছেন। তাঁকে বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হওয়ার পরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।
শিবপ্রসাদের সঙ্গী তথা সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা উত্তম সর্দারকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আট দিনের পুলিশি হেফাজত শেষে উত্তমকে রবিবার ফের আদালতে হাজির করানো হয়। আদালত তাঁকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ১ মার্চ তাঁকে আবার আদালতে হাজির করানো হবে।