হাসপাতালে খালাসি।—নিজস্ব চিত্র।
বকেয়া বেতন চাওয়ায় লরির এক খালাসিকে টাকা চুরির অপবাদ দিয়ে মারধর ও গরম রডের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। শচীনকুমার সিংহ নামে ওই খালাসি আসানসোল হাসপাতালে ভর্তি। অভিযুক্ত লরি চালক গুড্ডু রায়কে খুঁজছে পুলিশ।
হাসপাতালের বিছানায় শুয়ে ওই যুবক জানান, তাঁর বাড়ি বিহারের ছাপরায়। আট মাস ধরে তিনি বার্নপুরের রহমতনগরের বাসিন্দা সাব্বির খানের লরিতে খালাসি হিসেবে কাজ করছেন। তাঁর অভিযোগ, কাজে যোগ দেওয়ার পর থেকে তিনি কোনও বেতন পাননি। ৩ ফেব্রুয়ারি লরির মালিকের কাছে বেতন চাইতে গেলে তিনি জানান, চালক গুড্ডু তা দেবেন। এর পরে তিনি চালকের কাছে টাকা চাইতে যান। সে তখন আসানসোলের গোপালনগরে একটি ধাবায় খাবার খাচ্ছিল।
খালাসির অভিযোগ, “বেতন চাওয়া মাত্র আমাকে পিছমোড়া করে বেঁধে লরিতে ঢুকিয়ে দেয় ওই চালক ও তার কয়েক জন বন্ধু। তার পরে টাকা চুরির অপবাদ দিয়ে মারধর শুরু করে। রড গরম করে এনে ছ্যাঁকা দেওয়া হয়। যাতে চিত্কার না করতে পারি সে জন্য মুখে কাপড় বেঁধে দেওয়া হয়েছিল।” তাঁর দাবি, লরির ভিতরেই চার দিন আটকে রাখা হয়েছিল তাঁকে। ৭ ফেব্রুয়ারি কোনও রকমে পালিয়ে গিয়ে বাড়িতে ফোন করেন। পরের রাতে ছাপরা থেকে তাঁর বাবা জগজিত্ সিংহ আসানসোলে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যান। জগজিত্ সিংহ সোমবার অভিযোগ করেন, বিষয়টি তিনি লরির মালিককে জানালেও কোনও সাহায্য করেননি। এর পরে স্থানীয় কয়েক জনের সাহায্য নিয়ে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
লরির মালিক সাব্বির খান অবশ্য এ দিন দাবি করেন, “আমি জেনেছি, লরির চালক খালাসিকে মারধর করেছে। আমি খালাসিকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছি। চালক কোথায় আছে আমি জানি না। পুলিশ ব্যবস্থা নিক।” পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরে দু’টি ধারায় মামলা রুজু করা হয়েছে। চালকের খোঁজ চলছে।