নবগঠিত কর্পোরেশনের তরফে আসানসোল বাংলা অ্যাকাডেমি গঠন করা হল শনিবার। নিখিল বঙ্গ সাহিত্য সম্মেলনের আসানসোল শাখার ১৮তম রাজ্য সম্মেলনের মঞ্চে কর্পোরেশনের মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানান, তাঁরা সাহিত্যিক রামদুলাল বসুকে সভাপতি মনোনীত করে এই অ্যাকাডেমি গঠন করে একটি কমিটি তৈরি করেছেন। ওই কমিটিতে কর্পোরেশন এলাকার ৩১ জন কবি, সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের রাখা হবে। এ প্রসঙ্গে কবি বিকাশ গায়েনের প্রতিক্রিয়া, “বাংলা অ্যাকাডেমি গঠন একটি ভাল উদ্যোগ। তবে শুধু অ্যাকাডেমি গঠন করলেই হবে না, বাংলা সাহিত্য চর্চা ও প্রসারে কর্পোরেশনের সব রকম পৃষ্ঠপোষণ জরুরি।’’