যুগ্ম চ্যাম্পিয়ন দুই মহকুমা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
জেলা প্রাথমিক ক্রীড়া পর্ষদ আয়োজিত ৩৪তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল বর্ধমানে। ওই প্রতিযোগিতায় দলগত ভাবে যুগ্ম চ্যাম্পিয়ান হয়েছে বর্ধমান সদর দক্ষিন ও আসানসোল। দুটি মহকুমারই প্রাপ্ত পয়েন্ট ৫৪। ৪৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে সদর উত্তর। তৃতীয় কালনার সংগ্রহ ৩৮ পয়েন্ট। চতুর্থ স্থানে রয়েছে ২৪ পয়েন্ট পাওয়া দুর্গাপুর। শেষ স্থানটি কাটোয়ার। তারা পেয়েছে ১৪ পয়েন্ট। শ্যামসুন্দর কলেজ মাঠে রায়না ১ ও ২ চক্রের উদ্যোগে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উদ্যোক্তারা জানান, মোট ২৮টি ইভেন্টে তিনশোরও বেশি প্রতিযোগী যোগ দেন। শনিবার ওই প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। সংসদের চেয়ারম্যান অচিন্ত্য চক্রবর্তী বলেন, “একটা গ্রামীণ এলাকায় এমন ভাবে মাঠ সাজানো আগে কখনও দেখিনি। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ঘরের ছেলে মেয়েরা যে ভাবে দৌড়েচ্ছে, তা দেখে মনে হয়েছে ওদের কিছু করে দেখানোর সংকল্প রয়েছে। আশা করি এই প্রতিযোগিতা থেকে আমাদের রাজ্য তথা জেলা আরও অনেক নতুন অ্যাথলিট পাবে।” উল্লেখযোগ্য পুরষ্কার প্রাপকদের মধ্যে রয়েছেন বর্ধমান উত্তরের উত্তম হেমব্রম, ফতেমা খাতুন, সদর দক্ষিনের স্বর্ণলতা ও বরুন মুর্মু। আসানসোলের রবি মুর্মু, মঙ্গল মুর্মু, প্রিয়া হেমব্রম, পদ্মাবতী মহাজন-ও পুরষ্কার পান। কালনার সুদেব মুর্মু, সোমনাথ মুর্মু, সোনালী হেমব্রম, কাটোয়ার ছটু সর্দার, দুর্গাপুরের মুনমুন হাঁসদা ও রুমা সর্দার।
চ্যম্পিয়ন শান্তি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৬ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল শান্তি স্পোর্টিং ক্লাব। তানসেন ক্লাবের সহযোগিতায় হওয়া ওই প্রতিযোগিতায়, রবিবার বি-জোন বয়েজ মাঠে শান্তি ১-০ গোলে হারায় উখড়া ফুটবল অ্যাকাডেমিকে। গোল করেন শান্তনু কর্মকার। খেলার সেরা শান্তি-র রাজেশ লিঙ্কা। প্রথম সেমিফাইনালে শান্তি-র শ্রীকান্ত খাঁ ও দ্বিতীয় সেমিফাইনালে উখড়ার পার্থ বাউড়ি সেরা খোলোয়াড় নির্বাচিত হন। রবিবার ফাইনালের খেলাটি পরিচালনা করেন ইন্দ্রজিত্ বন্দ্যোপাধ্যায়, বরুণ দাস, তুষারকান্তি বারিক ও পার্থ কর্মকার। পুরস্কার বিতরণ করেন প্রাক্তন ফুটবলার মানিক কুমার ও মৃত্যুঞ্জয় ঘোষ।
বিইউসি-র হার
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর
বিইউসি আয়োজিত ইস্কো চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জিতল মাকড়দহ এসসি, হাওড়া। খেলাটি হয় বার্নপুর স্টেডিয়ামে। মাকড়দহ ২-১ গোলে আয়োজক সংস্থাকে হারিয়ে সেমি ফাইনালে উঠল ।
জিতল দোমহানি
নিজস্ব সংবাদদাতা • বারাবনি
জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত মাণিক উপাধ্যায় স্মৃতি নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় জিতল দোমহানি একাদশ। জামগ্রাম আদি শিবতলা মাঠে হওয়া ওই খেলায় প্রথমে ব্যাট করে দোমহানি ১৪৪ রান করে। জবাবে ব্যাচ করতে নেমে এরিয়ার ইনিংস ১০০ রানে শেষ হয়ে যায়। সেরা খেলোয়াড় জামগ্রামের দেশবন্ধু শর্মা।